Shruti Das: জোটেনি মুখ্য চরিত্র, পার্শ্ব চরিত্রও হাতছাড়া, কাজের বেহাল দশা নিয়ে মুখ খুললেন শ্রুতি

খ্যাতির শীর্ষে পৌঁছেও কখন ও একেবারে পিছিয়ে পরতে হয়। সময়ের চাকায় অবস্থানের পরিবর্তন অবশ্যম্ভাবী। অভিনয় জীবনেও থাকে ব্যাপক অনিশ্চয়তা। পর্দার রঙিন জীবনের আড়ালে অনেকের থাকে গভীর অন্ধকার। অভিনেতারা আসলেই অভিনয় করেন সারা জীবন। তবে অকপট ভাবে কেউ কেউ জীবনের সত্যকে সামনে আনার চেষ্টা করেন। অভিনেত্রী শ্রুতি দাসের চেষ্টাও ঠিক সেরকম।
অভিনেত্রী শ্রুতি দাস চর্চায় থাকেন সবসময়। অভিনয় জীবনের পরও তাকে ঘিরে বিতর্কের আনাগোনা। সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত অ্যাক্টিভ। ত্রিনয়নী’, ‘দেশের মাটি’-তে দুই ধারাবাহিকে মুখ্য চরিত্রে কাজ করে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। তবু দীর্ঘদিন কাজের অভাবে ভুগছেন অভিনেত্রী। এর আগেও বারংবার তিনি এই নিয়ে মুখ খুলেছেন। তিনি পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাই অনায়াসে কাজ তিনি পেতেই পারেন, কিন্তু অভিনেত্রী জানিয়েছেন যোগ্যতা দিয়েই তিনি ইন্ড্রাস্ট্রিতে জায়গা পেতে চান। ফলে বহু কাঠখড় পোড়াতে হচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী শ্রুতি দাস নিজের কিছু ব্যক্তিগত কথা বলেন। আর এই সাক্ষাৎকারেই করেন বিস্ফোরক অভিযোগ। অভিনেত্রীকে জানান , লিড চরিত্র তো দূর পার্শ্ব চরিত্রেও তিনি ডাক পাচ্ছেন না। তার কাছে পার্শ্ব চরিত্রের অনেক সুযোগ এসেছিল। তিনি অডিশনও দিয়েছিলেন। তার অডিশন পছন্দও হয়েছিল কিন্তু তাকে বাদ দিয়ে দেওয়া হয়।
অভিনেত্রীর অভিযোগ, সকল পরিচালক তাকে বলেন, ‘ তার মতো চরিত্র পাওয়া যাচ্ছে না। তার মতো চরিত্র পেলেই ডাকা হবে’। তাদের উদ্দেশ্যে অভিনেত্রীর প্রশ্ন, ‘তার মতো চরিত্র বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? তার তো দুটো হাত পা, দুটো চোখ সবই আছে। তাহলে তার মতো চরিত্র বলতে কি স্পেশাল কথা বলা হচ্ছে?’ তবে এতেই ভেঙে পড়ছেন না অভিনেত্রী। তিনি ফিরবেন এ ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। তার অভিনয়ের ওপর ভর্সা আছে।