Tiyasha Lepcha: সময়ের মতোই কেটেছে সম্পর্ক, উৎসবের মরশুমে সুবান-বিহীন কীভাবে পুজো কাটাবেন তিয়াশা?

মন্টি শীল, কলকাতা: সাম্প্রতিক কালে সোশ্যাল মিডিয়াতে নজর রাখলে দেখা যাবে টেলি জগতের তারকাদের কেন্দ্র করে আলোচনায় মেতে রয়েছেন নেটনাগরিকরা। আর আজ যেই টেলি তারকার কথা বলা হতে চলেছে তিনিও ইদানিং নেটমাধ্যমে ভীষণ ভাবে চর্চিত রয়েছেন। হ্যাঁ তিনি আর কেউ নন, জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ খ্যাত অভিনেত্রী তিয়াশা লেপচা ( Tiyasha Lepcha )। জানা গিয়েছে খুব শীঘ্রই এক নতুন ধারাবাহিক নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরে আসতে চলেছেন। যার দরুণ বর্তমানে শহর কলকাতাই তাঁর বর্তমান ঠিকানা হয়ে উঠেছে।
কিন্তু পূজোর দিনগুলোতে তিনি শহুরে জাঁকজমকের থেকে কিছুটা দূরে সরে গিয়ে নিজের প্রিয়জনদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন তিনি। কিন্তু খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় নতুন ধারাবাহিক আশার কারণে শ্যুটিং ফ্লোরেই দিন কাঁটছে অভিনেত্রী তিয়াশা লেপচা’র ( Tiyasha Lepcha )। শুধু তাই নয়, তিলোত্তমার বুকে অভিনেত্রী গড়ে তুলেছেন নিজের নতুন বাসস্থান। তাই নতুন বাড়ি সাজিয়ে তোলা নিয়ে চরম ব্যস্ত অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী তিয়াশা লেপচা ( Tiyasha Lepcha )। সেখানে অভিনেত্রীকে পুজোর চারটে দিনের পরিকল্পনা জিজ্ঞাসা করা হয়।
যার উত্তরে অভিনেত্রী জানান, ‘দূর্গা পুজোর পঞ্চমীর দিন বেশ কয়েকটা মন্ডপ উদ্বোধন করার কথা রয়েছে। সেগুলো শেষ হয়ে গেলেই তিনি সোজা গোবরডাঙায় তাঁর প্রিয়জনদের কাছে যাবেন। সেখানেই তিনি পুজোর বাকি দিনগুলো হইহই করে কাঁটাবেন।’ শুধু তাই নয় অভিনেত্রী জানান, ‘তিনি কর্মসূত্রে কলকাতাতে থাকলেও তিনি আগাগোড়াই মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন। তাঁই পুজোর চারটে দিন পরিবার প্রিয়জনদের সঙ্গে আনন্দে উজ্জ্বাপন করতে ভালবাসেন।’ এরই সঙ্গে সঙ্গে অভিনেত্রী জানান, ‘পেশার তাগিদে গোটা বছর খাওয়া দাওয়ায় বিধিনিষেধ থাকলেও, এই চারটে দিন সমস্ত বিধিনিষেধ ভুলে গিয়ে রসনা তৃপ্তিতে মতে ওঠেন তিনি।’
এরপরেই অভিনেত্রীর বৈবাহিক জীবন অর্থাৎ সুবান রায়ের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের প্রসঙ্গ উঠে এলে তিনি জানান, ‘একসঙ্গে তাঁরা একেবারেই ভাল ছিলেন না। আর তাই ভাল থাকার জন্য অনেক ভাবনা চিন্তা করেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। আর তাই এই বিষয় ভেবে মন খারাপ করতে চান না।’ বলে রাখা ভাল, চলতি বছর সুবান রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে অগ্রসর হন অভিনেত্রী তিয়াশা লেপচা। যার পর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের আলোচনার সূত্রপাত ঘটে। কিন্তু শারদোৎসবের শুভারম্ভের মুহূর্তে অভিনেত্রীর এমন মন্তব্য সামনে আসার পর নেটিজেনদের মাঝে ফের এক নতুন আলোচনার সূত্রপাত হতে চলেছে তা বলতে কোনও দ্বিধা নেই।