Godhuli Alap: হানিমুনে এসেই বাধ ভাঙা প্রেম! অরিন্দমের ‘ভালোবাসি’ শুনে লজ্জায় লাল নোলক

স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গোধূলি আলাপ’। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা কৌশিক সেন এবং নবাগতা অভিনেত্রী সোমু সরকার। শুরু থেকেই ধারাবাহিকটি দর্শকের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকে নোলক-অরিন্দমের রসায়ন ভীষণ পছন্দ দর্শকের। তাদের ভালোবাসে অনুরাগীরা নাম দিয়েছে ‘আরিলোক’।
‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, সব বাধা-বিপত্তি পার করে এক হয়েছে নোলক-অরিন্দম। একে অপরের কাছে নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করেছে তারা। বর্তমানে ধারাবাহিকে নোলক-অরিন্দমের হানিমুনের আয়োজন করা হয়েছে। প্রথম থেকেই ‘অসমবয়সী প্রেম’ নিয়ে বারংবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তবে সময়ের সঙ্গে অরিন্দম- নোলকের স্নিগ্ধ প্রেমের খুনসুটিতে মন মজেছে দর্শকের। তাই আউটডোর শ্যুটিং পর্বে যে মধুচন্দ্রিমায় বেশ কিছু কোমল রসায়নের দেখা পাওয়া যাবে তা বলাই যায়। কিন্তু হানিমুনের প্রস্তুতিতেই নোলকের দুষ্টুমিতে জেরবার হচ্ছে অরিন্দম।
হানিমুন পর্বে গিয়েই কি হবে নোলকের ইচ্ছাপূরণ? হ্যাঁ, এমনই এক বিরল প্রেমের দৃশ্যের সাক্ষ্মী হবেন জলসার দর্শক। নদীর ধারে নিভৃত প্রেমালাপ সারতে দেখা যাবে নোলক ও অরিন্দমকে। নোলকের কাছে অরিন্দম জানতে চাইবে, এতদিন শুধু অরিন্দমের থেকে ভালোবাসার কথা আদায়ের জন্য কি নোলক এতদিন এত ঘটনা ঘটিয়েছে? এর উত্তরে নোলক বলতে যায়, ‘ ‘আপনি তো এতদিন বলছিলেন না যে,.. ‘ এরপরই অরিন্দম বলেন, ‘ভালোবাসি, তোমাকে আমার বলতে দ্বিধা নেই যে তোমাকে আমি খুব ভালোবাসি’। এরপর নোলক লজ্জায় লাল হয়ে যায়, সে অরিন্দমের মুখে চাপা দিয়ে আর কোনও কথা বলতে বাধা দেয়।
এর একঝলক দেখেই মুগ্ধ হয়েছে অরিলোক প্রেমীরা।তারা জানিয়েছে, জলসা কেন যে কোন রোমান্টিক প্রেমের জুটিকে হার মানাতে পারে এই অরিলোক জুটি। এমন দাম্পত্য, প্রেম, খুনসুটি, বোঝাপড়া, আর প্রেমালাপ বড়ো একটা দেখা যায় না। ফলে কমেন্টবক্সে উপচে পড়েছে ভালোবাসা। এত বয়স কালেও প্রেমের দৃশ্যে তাক লাগাচ্ছে কৌশিক সেন। একেই বলে অভিনয়। আবার সোমু সরকারের প্রশংসাতেও পঞ্চ মুখ দর্শক। এতোবড়ো থিয়েটার সিনেমার অভিনেতার বিপরীতে একজন নবাগতা হিসেবে সাধুবাদ তার অবশ্যই প্রাপ্য বলে জানাচ্ছেন দর্শক।