সংসার করেও অপরাধ দমনে সক্ষম জগদ্ধাত্রী! মিঠাইকে টপকে TRP তালিকায় উপরে উঠে এল নয়া ধারাবাহিক

অনীশ দে, কলকাতা: গল্পের নিরিখে নতুনত্ব দেখা যায় খুব কম ধারাবাহিকে। তাদের মধ্যেই অন্যতম হচ্ছে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagadhatri)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নবাগতা অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। সংসারের মতোই ধারাবাহিকেও জগদ্ধাত্রীর দুটি রূপ দেখা গিয়েছে। স্বভাবে শান্তশিষ্ট এবং শ্রী হলেও কাজের দিক থেকে সে বাঘের চেয়ে কম কিছু নয়। ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসারের চাকরি করে সে। সারাদিন একাধিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তাঁকে (Jagadhatri)। তবে তাই বলে সে সংসারে মন দিতে পারে না, এমনটা নয়। দুই দিকে সমান ভাবে সামলায় সে। সেই কারণেই যে সে জগদ্ধাত্রী (Jagadhatri)।

jagadhatri 2

ধারাবাহিক শুরুর সময় এটি তেমন সাড়া না ফেললেও সময়ের সঙ্গে দর্শকদের দৃষ্টিভঙ্গি পাল্টেছে এই ধারাবাহিকের (Jagadhatri) প্রতি। যে কোনও সাধারন মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্পই বলে ধারাবাহিকগুলো (Jagadhatri)। তবে ধারাবাহিকে কমেডি, ড্রামা, অ্যাকশন, একসঙ্গে উপস্থাপনা করতে গেলেই বিপদ। এই মিশ্রণের জন্য বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে অনেক ধারাবাহিক। তবে জগদ্ধাত্রী (Jagadhatri) একেবারেই আলাদা। অন্যান্য ধারাবাহিকের মতোই ড্রামা এখানে রয়েছে ভরপুর। তবে অন্যান্য ধারাবাহিকের নায়িকাদের অ্যাকশনের গ্রহণযোগ্যতার চেয়ে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। তার কারণ জগদ্ধাত্রীর (Jagadhatri) পেশা।

jagadhatri 3

সেই কারণেই এখন। টিআরপি তালিকায় ধীরে ধীরে জায়গা করে নিতে সক্ষম হচ্ছে জগদ্ধাত্রী (Jagadhatri)। তবে অভিনেত্রীর অভিনয় নিয়ে রয়েছে নানা গুনীর নানা মত। কেউ বলছেন এই চরিত্রে অঙ্কিতাকে একেবারেই মানায়নি বলে মনে করছেন দর্শকদের একাংশ। এই ধারাবাহিক নিয়ে এই মুহূর্তে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন দর্শকরা। টিআরপি-র সেরা ১০ ধারাবাহিকের তালিকায় নিজের জায়গা করে নিলেও সেরা তিনের মধ্যে কি নিজের জায়গা ভবিষ্যতে করে নিতে পারবে জগদ্ধাত্রী?

jagadhatri 4

এই মুহূর্তে সবচেয়ে বেশি রেটিং সম্পন্ন ধারাবাহিক ধুলোকণা। এই সপ্তাহে ধুলোকণার ঝুলিতে এসেছে ৮.২ পয়েন্টস। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে আলতা ফড়িং (৮.০),৭.৯ পয়েন্টস পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে গৌরী এলো এবং গাঁটছড়া। চতুর্থ স্থান পেয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৩) এবং পঞ্চম স্থানে উঠে এসেছে জগদ্ধাত্রী, এই ধারাবাহিকের ঝুলিতে এসেছে ৭.১।




Back to top button