Rachna Banerjee: ‛তিনি বিপদে পড়লে কেউ এগিয়ে আসবে না..’, কাদের উদ্দেশে এমন বিস্ফোরক মন্তব্য করলেন রচনা?

মন্টি শীল, কলকাতা: পেরিয়ে গিয়েছে বেশ কয়েকটা বছর, রূপোলি পর্দা থেকে এক দীর্ঘ বিরতি নিয়েছেন অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায় ( Rachna Banerjee )। তবে বড়পর্দা থেকে সরে দাঁড়ালেও দর্শকদের একেবারেই বিদায় জানাননি এই টলিউড অভিনেত্রী। সম্প্রচারের প্রথম দিন থেকেই জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান ( Didi No 1 ) এর সঞ্চালিকা হিসেবে নিজেকে দর্শকদের মাঝে তুলে ধরেন। যা দেখার পর স্বাভাবিক ভাবেই অনেকে হতবাক হলেও, পরবর্তী সময়ে এই রিয়ালিটি শো দর্শকদের অত্যন্ত প্রাণ প্রিয় হয়ে ওঠে।
আর তাই সাধারণ দর্শক মহলের কাছে এই অভিনেত্রী ভীষণ প্রিয়। তবে অভিনয় এবং সঞ্চালনার সঙ্গে সঙ্গে অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায় ( Rachna Banerjee ) খুব সম্প্রতি এক নতুন পেশার সঙ্গে নিযুক্ত হয়েছেন। আর সেটা হল শাড়ি বিপনন এর ব্যবসা। যার নাম ‘রচনা’স ক্রিয়েশন’ ( Rachna’s Creation )। সূত্র অনুযায়ী, গত ২০২১ সালে নিজের এই শাড়ির ব্যবসা শুরু করেন অভিনেত্রী। যার পর একাধিক কটূক্তির শিকার হতে হয় অভিনেত্রীকে। এমনকী অনেকেই বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য করেছেন অভিনেত্রীর এই নয়া উদ্যোগকে কেন্দ্র করে।
যদিও ঠিক কোন কারণে এই নয়া উদ্যোগের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায় জানান, ‘তিনি এই সমস্ত কটূক্তিকর মন্তব্যের ধার ধারেন না। কারণ তাকে সহায়তা করার জন্য কেউ এগিয়ে আসবেন না।’ এখানেই শেষ নয় অভিনেত্রী জানান, ‘তিনি প্রথম কাজের জন্য পারিশ্রমিক হিসেবে মাত্র ৪০০ টাকা পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন। তবে বর্তমানে তিনি যতটুকু সফল হয়েছেন সম্পর্কটাই নিজের প্রচেষ্টায়। তবে বিপুল জনপ্রিয়তা থাকা সত্তেও ধীরে ধীরে তাঁর কাজের পরিমাণ কম হতে শুরু করে। তাঁই বাধ্য হয়ে রোজগারের জন্য তিনি বিকল্প পথের সন্ধান করেছেন।’
বলে রাখা ভাল একদা এক সাক্ষাৎকারে অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর বাবা জীবিত থাকাকালীন তিনি এই ব্যবসায়ের শুভারম্ভ করেছিলেন। যদিও তাঁর এই সিদ্ধান্তে সহমত পোষণ করে তাঁর বাবা জানিয়েছিলেন, একদিন নিশ্চয়ই তাঁর এই ব্যবসা এক বিরাট সংখ্যক মহিলা সমাজের মধ্যে সংযোগ স্থাপন করতে পারবে।’ বর্তমান বাজারে এই মুহূর্তে ‘রচনা’স ক্রিয়েশন’এর ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে। এমনকী সোশ্যাল মিডিয়ার একটা অংশেও এর এক ছোট্ট প্রতিফলন দেখতে পাওয়া গিয়েছে। তবে সমালোচকদের করা কটূক্তির পরিপ্রেক্ষিতে অভিনেত্রীর মন্তব্যে নেটমাধ্যমে ফের এক নতুন আলোচনার সূত্রপাত ঘটতে চলেছে তা বলাই যায়।