Madhumita Sarcar: ‘কেউ যেন তাঁর ব্যক্তিগত জীবনে নাক গলানোর চেষ্টা না করে’, কাকে উদ্দেশ্য করে এমন বললেন মধুমিতা?

মন্টি শীল, কলকাতা: সাম্প্রতিক কালে বিনোদন জগতের নামীদামী তারকাদের কেন্দ্র করে এক অদ্ভুত কৌতুহল নজরে এসেছে নেটনাগরিকদের মধ্যে। যদিও এই কৌতুহলের অন্যতম কারণ সম্পূর্ণ তারকাদের ব্যক্তিগত জীবন কেন্দ্রীক। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নজর রাখলে দেখা যাবে, বিনোদন জগতের তারকাদের কেন্দ্র করে অদ্ভুতপূর্ব তথ্য প্রকাশ হয়ে চলেছে। যাকে কেন্দ্র করে বিস্তর আলোচনার সূত্রপাত ঘটান নেটনাগরিকরা। তবে এমন কিছু তারকারা রয়েছেন যারা এই সমস্ত আলোচনাকে অগ্রাহ্য করলেও, আবার এমন অনেকেই রয়েছেন যারা এই সমস্ত আলোচনায় পরিপ্রেক্ষিতে নিজের মতামত পোষন করতে দেরী করেননা।

যেমন কিছুটা এ দিন নজরে এল সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কিত আলোচনা নিয়ে সোশ্যাল মিডিয়াকে সতর্ক বার্তা প্রেরণ করলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার ( Madhumita Sarcar)। বলে রাখা ভাল, জনপ্রিয় এই টেলি অভিনেত্রী দর্শকদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’এর হাত ধরে। ধারাবাহিকে তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল ‘পাখি’। যার কারণে দর্শক মহলের কাছে এই  ‘পাখি’ বলেই পরিচিত।

30c43

কিন্তু এইদিন অভিনেত্রী আচমকাই বলে বসলেন, ‘কেউ যেন তাঁর ব্যক্তিগত জীবনে নাক গলানোর চেষ্টা না করেন।’ কিন্তু কেন হঠাৎ করে এমন মন্তব্য করে বসলেন অভিনেত্রী মধুমিতা সরকার? সূত্র মারফত জানা গিয়েছে, খুব সম্প্রতি এক হিল স্টেশনে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সেখানে গিয়েই বেশ কিছু সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নেন অভিনেত্রী। সেরকমই একটি ভিডিয়োতে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, “আমি ঘুরি ফিরি নাচি গাই হাসি খেলা করি বাইরে যাই একা ঘুরে বেড়াই অন্য কারও সঙ্গে বেড়াই যেখানেই যাই আর যখনই যেভাবেই যাই না কেন তাতে তোমার কি?’

 

View this post on Instagram

 

A post shared by Soumyadeep Das (@das_soumyadeep)


বলতে কোনও দ্বিধা নেই, সাম্প্রতিক কালে এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাবে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। কারণ তাঁর নিত্য নতুন পোস্ট। যেগুলি নেটনাগরিকদের একাংশ পছন্দ করলেও, অনেকেই সেই সমস্ত পোস্টকে কেন্দ্র করে নানাবিধ কটূক্তির বন্যা করে দেন। আর তাই এই ভিডিয়ো দেখার পর অনেকেই মনে করছেন, অভিনেত্রী সম্ভবত নেটনাগরিকদের সেই সমস্ত কটূক্তিকর মন্তব্যের উত্তর দিলেন। যদিও এই ভিডিয়ো দেখার পরেও নিজেদের মতামত পোষন করতে দেরী করেননি নেটনাগরিকরাও। আর এই মন্তব্য, পাল্টা মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়া দিনভর সরগরম হয়ে রয়েছে তা বলাই যায়।




Back to top button