Prosenjit Chatterjee: কীভাবে ‘পোয়েনজিৎ’ থেকে হয়ে উঠলেন ‘প্রসেনজিৎ’? অভিনেতা হিসেবে এই পট পরিবর্তন ঠিক যেন এক সিনেমা

মন্টি শীল, কলকাতা: বাংলা সিনেমার সঙ্গে সমগ্র বাংলা তথা বাঙালির এক অদ্ভুত সম্পর্ক রয়েছে। আর আজ যেই অভিনেতার কথা বলা হতে চলেছে তিনি এই বাংলা চলচ্চিত্র জগতে অসামান্য অবদান রেখে গিয়েছেন। শোনা যায়, একটা সময় টলিউডের বাণিজ্যিক সিনেমা ডুবতে বসেছিল তখন বাংলা চলচ্চিত্রকে নিজ কাঁধে ধরে একের পর এক ব্লকবাস্টার সিনেমা দিয়ে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন এই অভিনেতা। হ্যাঁ, তিনি আর কেউ নন সকলের প্রিয় ‘বুম্বা দা’ ওরফে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( Prosenjit Chatterjee )। আর আজ এই প্রতিভাবান অভিনেতার জন্মদিন। বর্তমানে টলিউডের একজন দক্ষ অভিনেতা হিসেবে নিজের পরিচিতি অর্জন করলেও, তাঁর শুরুটা মোটেই সহজ ছিল না।

সমালোচকদের প্রায়সই বলতে শোনা যায়, একজন পেশাদার অভিনেতা হিসেবে অভিনয় জীবন শুরুর করার সময় তাঁর গান, কথা বলার অঙ্গভঙ্গি, হাঁটা-চলার সঙ্গে আজকের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ( Prosenjit Chatterjee ) কোনও সাদৃশ্য নেই। সেসময় তিনি ছিলেন একজন তরুণ, প্রাণোচ্ছল, ছটফটে ব্যক্তিত্ব। যা দেখে দর্শকদের একাংশ অভিনেতাকে ‘পোয়েনজিৎ’ নামে সম্বোধন করতেন। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অভিনেতা ‘পোয়েনজিৎ’ থেকে হয়ে উঠলেন আজকের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( Prosenjit Chatterjee )। যদিও এর পিছনে একাধিক কারণ রয়েছে বলে জানা গিয়েছে।

30c51

সচরাচর একাধিক বাংলা সিনেমাতে বিভিন্ন রকমের চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। যেগুলো শহরের তুলনায় গ্রামে অধিক জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু এই পট পরিবর্তনের সূত্রপাত ঘটেছে অন্য একটি জায়গা থেকে। সূত্র অনুযায়ী, বিগত ২০১১ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল জনপ্রিয় বাংলা সিনেমা ‘প্রতিবাদ’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়কে। অনেকেই মনে করেন, এই সিনেমাই বাংলার বিনোদন জগতে আমূল পরিবর্তন এনে দিয়েছিল।

30c54

তবে ‘পোয়েনজিৎ’ থেকে ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’ হয়ে ওঠার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, ‘এই পরিবর্তন এনে দিয়েছিলেন টলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ। তাঁর নির্মিত সিনেমা ‘উনিশে এপ্রিল’, ‘উৎসব’, ‘চোখের বালি’, ‘দোসর’ সহ একাধিক সিনেমা জুড়ে তাঁদের এই রসায়ন দেখা গিয়েছে। যা তাঁকে একজন দক্ষ অভিনেতা হিসেবে আরও পরিনত করে তুলতে সহায়তা করেছে।’ এরপর ২০১০ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় বাংলা সিনেমা ‘অটোগ্রাফ’এ তাঁকে এক গম্ভীর চরিত্রে ফুটে উঠতে দেখা যায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তবে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বহুল আলোচিত বাংলা সিনেমা ‘কাছের মানুষ’। যেখানে এক ভিন্ন চরিত্রে পর্দায় দেখা যাবে এই প্রতিভাবান অভিনেতাকে। যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ নজরে এসেছে দর্শক মহলে।




Back to top button