Aashiqui 3: শ্রদ্ধা- কৃতি’কে ফেলে ‘আশিকি ৩’র জন্য কাকে পছন্দ করলেন কার্তিক আরিয়ান

প্রত্যুষা সরকার, কলকাতা: দক্ষিণি ছবির দাপটে একেবারে ডুবে যেতে চলেছে বলিউড ইন্ডাস্ট্রি। ফ্লপ করছে একের পর এক ছবি। কোনও কিছুতেই ঠিক মার্কেট ধরে রাখতে পারছেনা বলিউড। সে দক্ষিণি অভিনেতাকে নিয়ে হোক বা অভিনেত্রীকে বলিউডে নিয়ে এসেই হোক। দক্ষিণি ছবির কাহিনির ধারে কাছেও আসতে পারছে না বলিউড। তবে এবার বলিউডে দেখতে পারে মুখির মুখ। ২০১৩ সালে মুক্তি পাওয়া বলিউডের সুপার হিট ছবি আশিকি ২ এর ব্যাপক সাফলতার পর এবার আসতে চলেছে আশিকি ৩ ( Aashiqui 3 )।

বেশ কয়েকদিন আগেই ঘোষণা হয়েছে এই খবর। নির্বাচন করা হয়েছে ছবির হিরোকে। বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানকে এবার দেখা যাবে আশিকি ৩ ( Aashiqui 3 ) সিনেমায় রোম্যান্স করতে। কিন্তু রোম্যান্সটা করবেন কার সঙ্গে? কে হবে সিনেমায় তাঁর বিপরীতের মনের মানুষটি। কাকে পছন্দ করলেন কার্তিক? এই নিয়েই বেশ কয়েক দিন ধরে চলছে নানা রকম জল্পনা। তবে এবার এই সব প্রশ্নের উত্তর পাওয়া গেলও।

img 20220930 140503

আশিকি ৩ সিনেমার ঘোষণার পর থেকেই কে হবে এই ছবির নায়িকা তা নিয়ে চলেছে অনেক আলোচনা। এরই মধ্যে উঠে এসেছে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর ও কৃতি স্যাননের নাম। তবে এদের কাউকেই পছন্দ না কার্তিকের ( Aashiqui 3 )। বেছে নিয়েছেন এক নতুন অভিনেত্রীকে। জাতীয় ক্রাশ রশ্মিকা মান্দানা। ছবিতে কার্তিকের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে অভিনেত্রীকে। যদিও রশ্মিকাকেই ছবিতে দেখা যাবে কিনা সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

img 20220930 134823

রিপোর্ট অনুযায়ী, কার্তিক আরিয়ান কৃতি স্যানন, কিয়ারা আদভানি, অনন্যা পান্ডে, সারা আলি খানের সঙ্গে কাজ করেছেন। তাই এই ছবিতে তিনি এমন একজন নায়িকা রাখতে চেয়েছিলেন যার সঙ্গে তিনি আগে কাজ করেননি। একই সঙ্গে, সম্প্রতি কার্তিক রশ্মিকার একটি বিজ্ঞাপনও করেছেন, যা দেখতে বেশ পছন্দ করছেন দর্শকেরা। আর এর পরিপ্রেক্ষিতে মূলত দুজনের ( Aashiqui 3 ) একসঙ্গে কাজ করার গুঞ্জন উঠছে।

img 20220930 134706

এবার বলি, মহেশ ভাটের ছবি আশিকির দুটি অংশই বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। ১৯৯০ সালে মহেশ ভাট নতুন মুখ রাহুল রায় এবং অনু আগরওয়ালকে নিয়ে আশিকি চলচ্চিত্রটি তৈরি করেছিলেন। এর পরে, এর দ্বিতীয় অংশ ২০১৩ সালে মুক্তি পায় আশিকি ২। এই ছবিতে প্রধান চরিত্রে ছিলেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। এই দুটি ছবিই বক্স অফিসে হিট হয়েছিল। তবে শুধু ছবিই নয় এর গানগুলোও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল দর্শকের মনে। এই দুটি ছবিরই সাফল্যের পর এর তৃতীয় পর্ব নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। অনুমান করা হচ্ছে এটিও ( Aashiqui 3 ) হবে এক ধরনের মিউজিক্যাল ফিল্ম, যার শুটিং এ বছরের শেষ নাগাদ শুরু হবে।

img 20220930 134551

বর্তমানে কার্তিক বলিউডের একজন নাম করা অভিনেতা। এই বছর আসা তার ভুল ভুলাইয়া ২ ছবিটি বক্স অফিসে দারুণ হিট হয়েছিল। ভুল ভুলাইয়া ২ এর পর এখন শাহজাদা ছবির জন্য অপেক্ষা করছেন তাঁর ভক্তরা। এই ছবিতে কৃতি স্যাননের বিপরীতে দেখা যাবে তাঁকে ( Aashiqui 3 )। একই সঙ্গে, আমরা যদি রশ্মিকা মান্দান্নাও সাউথ ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী। সাউথ ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে এখন বলিউডে পা রেখেছেন রাশ্মিকা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি গুডবাই-এর ট্রেলার। এই ছবিতে অমিতাভ বচ্চন ও নীনা গুপ্তার সঙ্গে দেখা যাবে তাঁকে। এ ছাড়া সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মিশন মজনু ছবিতেও দেখা যাবে তাঁকে।




Back to top button