Ameesha Patel: পাকিস্তানি তারকার সঙ্গে বাড়ল ঘনিষ্টতা! তবে কি চলছে প্রেম? আমিশা পটেলর পোস্ট ঘিরে শুরু জল্পনা

ভারতের জনপ্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রি হল বলিউড। আর বলিউডের প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের রয়েছে অসংখ্য ভক্ত সংখ্যা। জনপ্রিয়তা অনেক বেশি থাকার জন্য তাঁদের নিন্দুকেরও অভাব নেই। ফলে বিভিন্ন সময় এইসব তারকাদের নামে শোনা যায় বিভিন্ন ধরনের গুঞ্জন। বলিউড অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অহরহই যে গুঞ্জন শোনা যায় তা হল তারকাদের প্রেমের গুঞ্জন। আর এই প্রেমের গুঞ্জনেই সম্প্রতি নাম জড়িয়েছে ‘গদর’ ছবির নায়িকা আমিশা পটেলের ( Ameesha Patel ) ।
অভিনেতা অভিনেত্রীদের কাছে প্রেমের গুঞ্জন নতুন কোনও বিষয় নয়। প্রায়শই তাঁদের নাম এসব ছোটখাট ব্যাপারে জড়িয়ে পড়ে। আর যদি সেই অভিনেতা বা অভিনেত্রীর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়, তাহলে তো কোনও কথাই নেই। ইতিমধ্যেই এক পাকিস্তানি অভিনেতা ইমরানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে আমিশা পটেলের ( Ameesha Patel Dating Rumor ) । এদিন অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন একটি ভিডিয়ো। ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই তা নিয়ে চর্চা শুরু হয়। নেট দুনিয়ায়।
View this post on Instagram
এদিনের শেয়ার হওয়া ভিডিয়োতে আমিশা পটেলের একটি হিট ছবি ‘হামরাজ’-এর ‘দিল মে দর্দ সে জগা হ্যায়’ গানে ঠোঁট মেলাতে দেখা যায় অভিনেত্রী এবং ইমরান আব্বাসকে। ভিডিওতে খুবই ঘনিষ্ঠ ভাবে দেখা যায় দু’জনকেই। যা দেখে নেটিজেনদের মনে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন জাগে। যদিও খবর শুনে আমিশা নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের নাম দেন।
হ্যাঁ ঠিকই শুনেছেন, খবরটি সামনে আসার পর অভিনেত্রীর প্রতিক্রিয়া দেখার মতো ছিল। তিনি না ঘাবড়ে একটু হেসেই মন্তব্য করেছিলেন যে,“খবরটা শুনে খুবই হেসেছি, বহুদিন পর বন্ধুর সঙ্গে দেখা, আমরা কেবলই বন্ধু”। ইমরান আব্বাস ছাড়াও পাকিস্তানে যে অভিনেত্রীর আরও অনেক বন্ধু রয়েছে সে কথাও জানান তিনি। অভিনেত্রীর কথায়, “তাঁরা সকলেই ভারতকে খুবই ভালোবাসে।” প্রসঙ্গত ২০০১ সালে প্রকাশিত “গদর: এক প্রেম কথা” ছবিতে সকিনার চরিত্রে দেখা গিয়েছিল আমিশা পটেলকে। শোনা গিয়েছে এরপর ‘গদর ২’ ছবিতেও দেখা যাবে অভিনেত্রীকে। আপাতত সেই ছবি নিয়েই কাজ করছেন তিনি।