Saurav Das: ‘অতীতে নির্ভরশীল না হয়ে কাজ নিয়ে ভালই আছেন’, অনিন্দিতা’র সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে অকপট সৌরভ

মন্টি শীল, কলকাতা: সাম্প্রতিক কালে টেলি জগতের তারকাদের কেন্দ্র করে ব্যাপক চর্চার সূত্রপাত হতে দেখা গিয়েছে অনুরাগীদের মাঝে। যদিও এই চর্চার কারণ সম্পূর্ণরূপে তাঁদের ব্যক্তিগত জীবন কেন্দ্রীক। আর ঠিক এমনই এক চর্চার সূত্রপাত হতে দেখা যায় ‘মন্টু পাইলট’ খ্যাত অভিনেতা সৌরভ দাসকে কেন্দ্র করে। ইদানিং টলিপাড়ায় কান পাতলে শোনা যায়, অভিনেতা সৌরভ দাস ( Saurav Das ) অভিনেত্রী অনিন্দিতা বসু’র ( Anindita Bose ) সঙ্গে থাকা সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়েছেন এবং জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। যদিও  সোশ্যাল মিডিয়াতে হওয়া এমনই সমস্ত গুঞ্জনের মাঝে অভিনেতা সম্প্রতি তাঁর মন্তব্য পেশ করলেন।

এদিন এক সাক্ষাৎকারে অভিনেতা সৌরভ দাস জানান, ‘তাঁর জীবণের প্রথম প্রেম হল গান-বাজনা। স্কুল জীবনে তাঁর একটি নিজস্ব ব্যান্ড ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্ত জিনিস বিলীন হতে শুরু করে এবং তাঁর নামের আগে জুড়ে যায় অভিনেতার তকমা।’ তবে জানা গিয়েছে, টলিউডের একজন দক্ষ অভিনেতা হিসেবে পরিচিতি গড়ে তোলার সঙ্গে সঙ্গে সৌরভ দাস ( Saurav Das ) নতুন কিছু করার তাগিদে একটি ক্যাফে খুলেছেন। যদিও এবিষয়ে অভিনেতা জানান, ‘তিনি বরাবরই নতুন কিছু করতে পছন্দ করেন, তাই এই প্রচেষ্টা। তিনি এই মুহূর্তে সেখানেই সারাদিন থাকছেন, শিখছেন রান্না করাও।’

1c21

যদিও এরপর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, অভিনয়ের সঙ্গে সঙ্গে কীভাবে তিনি এই ক্যাফের দায়িত্ব সামলাচ্ছেন? উত্তরে অভিনেতা জানান, ‘তিনি গোটা সেপ্টেম্বর মাসটা ছুটিতে ছিলেন। সেই সময় তিনি এখানকার কাজগুলো শিখেছেন। যদিও এখনও পুরোপুরি শেখা হয়ে ওঠেনি তাঁর। তবে ফের অভিনয়ের জগতে ফেরার পর তিনি দুটো দায়িত্বকে সমান ভাবে পালন করতে পারবেন বলে আশা রাখেন।’ জানা গিয়েছে, অভিনেতা তাঁর নিকট বন্ধু সব্যসাচী চৌধুরী এবং আরও বেশ কয়েক জন মিলে এই সফরের সূচনা করেছেন সকলের প্রিয় ‘মন্টু পাইলট’ ওরফে অভিনেতা সৌরভ দাস।

1c23

তবে অভিনেত্রী অনিন্দিতা বসু’র সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এদিন অভিনেতা সৌরভ দাস জানান, ‘তিনি এই মুহূর্তে এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছেন যে আর অন্য কোথাও সময় দেওয়ার অবকাশ নেই তাঁর। একটা দীর্ঘ ছুটি পাওয়ার পর বিশ্রাম নেওয়ার কথা ভাবলেও তিনি তা একেবারেই করেননি।’ তিনি আরও বলেন, ‘নিজের জন্য সময় বের করতে না পারলে একটা সম্পর্ক সামলানো অসম্ভব। আর সম্পর্কে যত্নশীল না হলে তাঁর অসম্মানিত হয়। তাই অতীতের প্রতি নির্ভরশীল না হয়ে কাজ নিয়ে ভালই আছেন সৌরভ দাস।’ স্পষ্ট ভাবে না বললেও, অভিনেতার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যে টলিপাড়ায় ছড়ানো বিচ্ছেদের গুঞ্জন যে আরও জোড়ালো হতে চলেছে তা ইতিমধ্যেই স্পষ্ট।




Back to top button