Solanki Roy: ‘ইচ্ছেনদী’র অনুরাগ নাকি ‘গাঁটছড়া’র ঋদ্ধি? নিজের পছন্দ নিয়ে প্রকাশ্যে অকপট মন্তব্য সোলাঙ্কি’র

মন্টি শীল, কলকাতা: বর্তমানে দর্শকদের মাঝে বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা ঠিক কতটা বৃদ্ধি পেয়েছে তা ইতিমধ্যেই প্রমাণিত। কিন্তু যদি এর মধ্যে যদি সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকের প্রসঙ্গ উপস্থাপিত হয় তবে প্রথমেই উঠে আসবে স্টার জলসা ( Star Jalsha ) সম্প্রচারিত ধারাবাহিক ‘গাঁটছড়া’র ( Gaatchora ) নাম। ইদানিং দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই বাংলা ধারাবাহিক। বিশেষত, তাতে অভিনীত দুই টেলি তারকা গৌরব চট্টোপাধ্যায় ( Gourab Chatterjee ) এবং সোলাঙ্কি রায় ( Solanki Roy )। শোনা যায়, এই দুই তারকা বেশ কয়েক বছর ধরে বাংলা টেলিভিশন জগতে কাজ করে চলেছেন এবং অসাধারণ অভিনয়ের দক্ষতার কারণে স্টার জলসাতে এই জুটি সবচেয়ে বেশি প্রসংশা অর্জন করেছে।
তবে অভিনেত্রী সোলাঙ্কি রায়ের ( Solanki Roy ) প্রসঙ্গে বলতে গেলে, গাঁটছড়া তাঁর প্রথম ধারাবাহিক নয়। এর আগে বাংলা টেলিভিশনের একাধিক ধারাবাহিকে দেখতে পাওয়া গিয়েছে এই অভিনেত্রীকে। যার মধ্যে অন্যতম হল, ‘ইচ্ছে নদী’ এবং ‘প্রথমা কাদম্বিনী’। সূত্র অনুযায়ী, ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকে জনপ্রিয় টলিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের ( Vikram Chatterjee ) সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল অভিনেত্রী সোলাঙ্কি রায়’কে ( Solanki Roy )। ধারাবাহিকে তাঁদের অভিনীত চরিত্র অনুরাগ এবং মেখলার জুটি সেই সময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল। যার কারণে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও আজও দর্শকদের মাঝে চর্চিত এই জুটি।
কিন্তু অভিনেত্রী সোলাঙ্কি রায় নিজে কেন জুটিকে বেশী পছন্দ করেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী সোলাঙ্কি রায়, যেখানে তিনি তাঁর পছন্দের কথা সকলের সঙ্গে ভাগ করে নেন। অভিনেত্রী জানান, ‘তিনি তাঁর কেরিয়ারে একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাছ করার সুযোগ পেয়েছেন। যার মধ্যে অবশ্যই রয়েছে বিক্রম চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায় এবং হানি বাফনা। তবে ধারাবাহিক শেষ হয়ে গেলেও আজও ইচ্ছেনদীর অনুরাগ ওরফে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে খুব ভাল বন্ধুত্ব রয়েছে তাঁর। কারণ বিক্রমের সঙ্গে তাঁর বোঝাপড়া খুবই ভাল।’
তবে এদিন গাঁটছড়া ধারাবাহিকের ঋদ্ধিমান প্রসঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের তাঁর কাছের অভিজ্ঞতা খুব ভাল।’ তবে গাঁটছড়া প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘সর্তীর্থদের মধ্যে বিদীপ্তা চক্রবর্তী তাঁর অত্যন্ত কাছের মানুষ।’ তবে এতো গেল ধারাবাহিকের প্রসঙ্গ। এদিন অভিনেত্রীকে তাঁর প্রিয় অভিনেতার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, উত্তম কুমার তাঁর সবচেয়ে পছন্দের অভিনেতা। তবে এই পছন্দের তালিকা আরও দীর্ঘ। তবে অভিনেত্রীর এই দিনের মন্তব্যে ফুঁটে উঠেছে, তিনি সেই সমস্ত চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন যে চরিত্রের গভীরতা রয়েছে।
আর তাই তিনি সেই সমস্ত চরিত্রে অভিনয় করতে প্রস্তুত যেখানে গভীরতা রয়েছে। বলে রাখা ভাল, ইদানিং ধারাবাহিকের সঙ্গে সঙ্গে অভিনেত্রী সোলাঙ্কি রায়কে ওয়েব সিরিজেও নিজের অভিনয়ের দক্ষতা প্রকাশ করতে দেখা গিয়েছে। যা দর্শকদের মনে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তবে গাঁটছড়া ধারাবাহিকের খড়ি ওরফে অভিনেত্রী সোলাঙ্কি রায়ের এদিনের মন্তব্যকে কেন্দ্র করে অনুরাগী মহলে এক নতুন আলোচনার সূত্রপাত হতে চলেছে তা বলতে কোনও দ্বিধা নেই।