Prosenjit Chatterjee: বুম্বাদার জন্মদিনে ভেঙেছে বেড়াজাল, পুরনো ফ্রেমে বন্দি হয়েছেন আজকের দেব-নুসরতরা

মন্টি শীল, কলকাতা: শহর যখন গভীর ঘুমে মুহ্যমান ঠিক সেই সময় মধ্যরাতে তিলোত্তমায় নেমে এসেছিল এক ঝাঁক তারকার সমষ্টি। যদিও এর পিছনে রয়েছে একটি অন্যতম কারণ। আর সেটি হল, এই দিন ছিল টলিউড চলচ্চিত্র জগতের বলিষ্ঠ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ( Prosenjit Chatterjee ) জন্মদিন। আর সেই উপলক্ষ্যে শহর কলকাতার এক অভিজাত পানশালায় উপস্থিত ছিলেন টলিউডের নামীদামি তারকারা। যাদের মধ্যে অন্যতম হল, জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান ( Nusrat Jahan ), অভিনেতা যশ দাশগুপ্ত ( Yash Dasgupta ) এবং অবশ্যই দেব ( Dev )।

জন্মদিনের পার্টিতে উপস্থিত তারকাদের বাহারি পোশাকে চোখ ধাঁধানো রূপের জৌলুস এবং ঝলমলে আলোয় রীতিমত মুখরিত হয়ে উঠেছিল গোটা পানশালা। সূত্র অনুযায়ী, এইদিন ছিল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ( Prosenjit Chatterjee ) ৬০ বছর পূর্তি জন্মদিন। আর এই জন্মদিন যে একেবারেই সাধারণ হবে না তাঁ আগেই টের পাওয়া গিয়েছিল। জানা গিয়েছে, জন্মদিনের আগের রাত থেকেই নিজের জন্মদিন সেলিব্রিট করতে শুরু করে দিয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

1c42

সূত্র অনুযায়ী, এদিন অভিনেতা টলিউডের আরেক সুপারস্টার দেবের সঙ্গে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ধ্রুব বন্দোপাধ্যায় নির্মিত সিনেমা ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ দেখতে গিয়েছিলেন। যদিও এর পিছনে আরও একটি কারণ রয়েছে। আর সেটা হল, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’এর সঙ্গেই বড়পর্দায় মুক্তি পেয়েছে অভিনেতা দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা ‘কাছের মানুষ’। কিন্তু অভিনেতার এই ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ সিনেমা দেখতে যাওয়ার খবর সামনে আসতেই অনেকে মনে করছেন, এর মধ্যে দিয়ে অভিনেতা একতার বার্তা প্রদান করলেন। সে যাই হোক না কেন, আসল চমক এখনও বাকি ছিল।

ঘড়ির কাঁটায় যখন ঠিক ১২টা ছুঁই ছুঁই সেই সময় শুরু হল সকলের প্রিয় ‘বুম্বা দা’ ওরফে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের আসল সেলিব্রেশন, হল কেক কাটা। সেলিব্রেশনের মাঝেই হঠাৎ করে পানশালায় অভিনেতার এক ব্লকবাস্টার সিনেমার গান বেজে উঠতেই নেচে উঠলেন অভিনেতা। যার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল। ভাইরাল হওয়া ছবিতে প্রষেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে লেন্সবন্দি হতে দেখা গিয়েছে অভিনেতা যশ দাশগুপ্ত, দেব, নুসরত এবং শ্রীকান্ত মেহতা’কে। যা দেখার পর ইতিমধ্যেই বিভিন্ন রকমের মন্তব্য আসতে শুরু করেছে অনুরাগীদের পক্ষ থেকে। এর আগে অভিনেতার জন্মদিনকে কেন্দ্র করে দিনভর শুভেচ্ছাবার্তা আসতে দেখা গিয়েছে নেটমাধ্যমে। কিন্তু এই ছবি দেখার পর অনুরাগী মাঝে এক বিরাট প্রভাব পড়তে চলেছে তা বলাই যায়।




Back to top button