Madhubani Goswami: সাত সকালেই ব্যাগ হাতে বাজারে, বড় মাছ থলিস্থ করতে বেশ দক্ষ ‛পাকা গিন্নি’ মধুবনী

জয়ীতা সাহা, কলকাতা: সেলিব্রিটিদের একটা বড় সমস্যা হল তাঁরা ইন্ডাস্ট্রির সেট বাদে সাধারণ মানুষের মতো রাস্তায় বেরোলেই সকলের ভালোবাসা এবং কোলাহলে সেই সাধারণ ভাবে চলা হয়ে ওঠে না। তবে এসব কথাকে একেবারে কপ্পুরের মতো উবিয়ে দিয়ে বাজারে মাছ কিনতে বেরিয়ে পড়েন অভিনেত্রী মধুবনি গোস্বামী এবং অভিনেতা রাজা গোস্বামী। একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ঠিক যেন লাভ স্টোরির জুটি আজ রিয়েল লাইফেরও সুন্দর জুটি। আর শুধু যে সুন্দর জুটি তা-ই নয় এক সন্তানের বাবা-মা তাঁরা। তবে বেশ কিছু ধারাবাহিকে তোড়া ওরফে মধুবনিকে দেখা গেলেও বর্তমানে তিনি পর্দা থেকে শতহস্ত দূরে। কারণটা সংসার এবং সন্তান। তবে এ বিষয়ে কোনও আক্ষেপ নেই অভিনেত্রীর মনে। দিব্যি আছেন সংসার নিয়ে।

বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে খড়কুটো ধারাবাহিক। খড়কুটো ধারাবাহিকটি শেষ হলেও অনস্ত্রিন চিনি-রূপাঞ্জনের কেমিস্ট্রি ভুলতে পারেননি অনুগামীরা। অনস্ত্রিন চিনি-রূপাঞ্জনের কেমিস্ট্রি যে ‘সৌগুন’-র সঙ্গে একই মাত্রায় ধারাবাহিকটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল তা বলাবাহুল্য। হাসিখুশি মুখার্জী পরিবারের গুনগুন-সৌজন্যকে যেমন সকলে ভালোবাসা দিয়েছেন। তেমনি ধারাবাহিকের অন্যতম চরিত্র চিনি-রূপাঞ্জনও হয়ে উঠেছিলেন দর্শকদের অন্যতম প্রিয়‌। ধারাবাহিকটিতে রাজা ছিলেন রূপাঞ্জন অর্থাৎ মুখার্জী পরিবারের বড় জামাই এর চরিত্রে। img 20221001 140441সেলিব্রিটি এই জুটিকে অনস্ক্রিন যেমন সকলে ভালোবাসা দিয়েছেন ঠিক তেমনই অফস্ক্রিন বা রিয়েল লাইফেও বেশ পছন্দ করেন সকলে তাঁদের। অভিনেত্রী মধুবনি ইন্ডাস্ট্রির পর্দার বাইরে থাকলেও নেই অফস্ক্রিন। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ অ্যাক্টিভ। ইউটিউবে অভিনেত্রীর একটি নিজস্ব চ্যানেল রয়েছে। আর সেখানেই জীবনের ছোট থেকে বড় আনন্দের মুহূর্ত গুলো ভাগ করে নেন দর্শকদের সঙ্গে মধুবনি। তাঁর এই ভিডিও গুলো কোনও চাকচিক্য দেখনদারির জন্য তিনি করেন না, করেন নিজের ভালোলাগা থেকে। এবার সেই চ্যানেলে তথা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তিনি পোস্ট করেছেন। ভিডিওটিতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “রাখি তে ভাইয়ের হাতে রাখি পরাতে পারিনি, বাড়িতে মা-বাবা আর ভাই আসছে তাই আমি আর রাজা মানিকতলা বাজারে ইলিশ, তোপসে মাছ কিনতে এসেছি তাও জীবন প্রথমবার।”




Back to top button