Soumitrisha Kundu: বাহন সঙ্গে মর্তে দেবীর আগমন, মিঠাইরানি দুর্গা-রূপ দেখে ভক্তির সুর তুলেছেন নেটিজেনরা

মন্টি শীল, কলকাতা: আজ মহাসন্তমী, মন্ডপে মন্ডপে সেজে উঠেছে দেবী দূর্গা। জোর কদমে চলেছে দেবীর আরাধনা। আর সেই আনন্দে গা ভাসিয়েছেন আপামোর বঙ্গবাসী। পুজোর তোরজোরের সঙ্গে সঙ্গে চলছে জমিয়ে পুজো পরিক্রমা। তবে এই ক্ষেত্রে পিছিয়ে নেই টেলি জগতের নামীদামি তারকারাও। সোশ্যাল মিডিয়াতে তাঁরা প্রতিনিয়তই নিত্য নতুন পোস্ট করে অনুরাগীদের মনে আলোড়ন সৃষ্টি করে চলেছেন। যেমন কিছুটা এদিন ঘটতে দেখা গেল। এইদিন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu ) তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন যা দেখা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।
বলে রাখা ভাল, ইদানিং জি বাংলা ( Zee Bangla ) সম্প্রচারিত ধারাবাহিক মিঠাই ( Mithai ) থেকে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu)। ধারাবাহিকের থেকেও তাঁর অভিনয় বিশেষ নজর কেড়েছে টেলিভিশন দর্শকদের। এমনকী সোশ্যাল মিডিয়াতেও অনুরাগীদের মাঝে তাঁর বিশেষ প্রভাব লক্ষ্য করা গিয়েছে। আর সেই জনপ্রিয়তার উপর ভর করে এদিন অভিনেত্রী একটি রিলস ভিডিয়ো পোস্ট করলেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে, দেবী দূর্গার রূপ ধারন করে ত্রিশূল হাতে সিংহের উপর বসে রয়েছেন।
নেটমাধ্যমে এই ভিডিয়ো দেখা মাত্রই অনুরাগীদের কাছ থেকে আসতে শুরু করেছে বিভিন্ন রকমের মন্তব্য। যেখানে অধিকাংশই তাঁকে দেবী দূর্গা বলে সম্বোধন করেছেন। আবার অনেকেই অভিনেত্রীর এই অভিনব রূপ দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সম্প্রতি শারদৎসব উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে টেলি তারকাদের বিভিন্ন রকমের পোস্ট দেখতে পাওয়া গিয়েছে। যদিও এক্ষেত্রে বাদ যাননি মিঠাই ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু’ও। তবে তাঁর এদিনের পোস্ট পূর্বের সমস্ত পোস্টকে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে তা একনজর সোশ্যাল মিডিয়াতে নজর রাখলেই স্পষ্ট হয়ে যাবে।
View this post on Instagram
প্রসঙ্গত, জি বাংলা সম্প্রচারিত ধারাবাহিক মিঠাই বেশ কিছু সপ্তাহ যাবৎ বেঙ্গল টপার হিসেবে সাপ্তাহিক তালিকায় শীর্ষ স্থান অর্জন করে রেখেছিল। কিন্তু বিগত কয়েক সপ্তাহ যাবৎ দেখা গিয়েছে মিঠাই তাঁর শীর্ষ স্থান খুঁইয়েছে এবং কোনও মতে ছয় নম্বরে নিজের স্থান অর্জন করতে সমর্থ হয়েছে। যার কারণে কিছুটা বিষন্ন হতে দেখা গিয়েছে মিঠাই অনুরাগীদের। কিন্তু পরবর্তী সময় মিঠাই ফের তাঁর শীর্ষ স্থান অর্জন করতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়। তবে অভিনেত্রীর এই দিনের পোস্ট যে মিঠাই অনুরাগীদের বিষন্নতা কিছুটা ক্ষীণ করেছে তা বলতে কোনও দ্বিধা নেই।