Rakhi Sawant: বিয়ের পিঁড়িতে বসতে পারেন সলমন! বিগ বসের ঘরে ভাইজানকে প্রেম-প্রস্তাব, রইল পাত্রীর ছবি

কোন কোন ব্যক্তি থাকেন যারা লাইমলাইটে থাকতে পছন্দ করেন। এতোটাই পছন্দ করেন যে নিজেদের ঘিরে বিতর্ক তৈরি করতে ভালোবাসেন। সেরকমই সারাবছর যাকে ঘিরে নানারকম বিতর্ক তৈরি হয় তিনি রাখি সাওয়ান্ত। ড্রামা কুইন রাখি সাওয়ান্ত আজকাল বিগ বস ১৬-এর নতুন সিজনের অংশ হওয়ার জন্য খবরের শীর্ষে রয়েছেন। সবাই জানেন, তিনি গত কয়েক মরসুমে তিনি ঘন ঘন অংশ নিয়েছেন বিগবসে। তবে এবার ভিন্ন উদ্দেশ্য নিয়ে বিগ বসে প্রবেশ করতে চান রাখি। কী সেই উদ্দেশ্যে?

রাখি আজকাল সর্বত্র তার প্রেমিক আদিল দুররানির সঙ্গে মজে রয়েছেন। আদিল দুররানির সঙ্গে তার কতটা গভীর প্রেম তা প্রকাশ করার একটি সুযোগও তিনি হাতছাড়া করেন না। এবার তিনি মানুষের সামনে নিজের বিয়ে নিয়ে স্বীকৃতি পেতে চান,আর এই প্রসঙ্গে এক আশ্চর্য ইচ্ছা প্রকাশ করবেন সালমান খানের কাছে। নিশ্চয়ই এমন ইচ্ছার কথা জেনে অবাক হবেন সালমান খান। কি সেই ইচ্ছে?

রাখি কেন বিগবসে অংশ নিতে চান তা জানালেন নিজেই। বললেন, ‘আমাকে ডাকলে আমি অবশ্যই যাব। আমি অনুষ্ঠানের ট্রফি জিততে চাই না। আমি চাই সালমান স্যার নিজেই আদিলের হাতে আমার হাত তুলে দেবেন। আমি আদিলকে বিয়ে করতে চাই।’  অর্থাৎ তিনি চান বলিউডের ভাইজান তাদের প্রেমে সাক্ষী থাকুন। তাঁর আরও সংযোজন,’এবার যদি বিগ বসের থিম সার্কাস হয়, তবে আমি একজন ক্লাউন হিসাবে পৌঁছাব’।

কেন বারবার বিগবস যাওয়া সত্বেও রাখি জিততে পারেননি? এর উত্তরে একেবারে গর্ব ভরে উত্তর দিলেন নটাঙ্কি কুইন। রাখির মতে, বিগ বস চায় সে প্রতি সিজনে আসুক এবং শো রক করুক। তিনি বলেন, ‘সালমান খানকে ছাড়া যেমন বিগ বস অসম্পূর্ণ, তেমনি রাখি সাওয়ান্তকে ছাড়া শো অসম্পূর্ণ।’ তার মতে, যখন তিনি বিগ বসকে জিজ্ঞাসা করেছিলেন কেন বিগবস তাকে কখনই শো জিততে দেবেন না, তখন উত্তর ছিল যে তিনি যদি শোটি জিতেন তবে কীভাবে তাকে প্রতি বছর আবার শোয়ের অংশ করা হবে। তবে তিনি জানান, আপাতত শোয়ের কোনো প্রস্তাব পাননি। এখন দেখার বিষয় হবে রাখি যদি বিগ বস ১৬-এর অংশ হন, তাহলে তার প্রেমিক আদিলকে বিয়ে করার ইচ্ছা পূরণ হবে কি না।




Back to top button