Soumitrisha Kundu: অষ্টমীর বেনারসিতে লাবন্যময়ী মিঠাই, সৌমিতৃষার মনের মানুষ কি তবে রিয়াজ?

আজকে মহা অষ্টমী। পূজার মধ্য লগ্ন। উত্তেজনার পারদ সবচেয়ে বেশি। শাড়িতে ও পাঞ্জাবিতে সবচেয়ে সুন্দর সাজিয়ে তোলার দিন। সবচেয়ে সুন্দর সাজটা আজকের জন্যই ভেবে রাখে প্রতিটি বঙ্গ নারী। আর এবারে বঙ্গরমনীদের স্টাইল আইকন হয়ে উঠেছেন বাংলা সিরিয়াল খ্যাত মিঠাই। মিঠাই ওরফে সৌমিতৃষাকে কেনা চেনে! মোদক বাড়ির বৌমার সাদামাটা লুক একেবারে বদলে গেল পুজোর হাওয়ায়। এক বিশিষ্ট সংবাদ পত্রিকার হয়ে শ্যুট করার পর থেকেই সৌমিতৃষার পুজো শুরু হয়ে গিয়েছে। মহাষ্টমীর বিশেষ সাজে সেজে উঠেছেন সৌমিতৃষা।

মহাষ্টমীতে রানি কালারের শাড়িতে রানির মতো সেজে উঠেছেন মিঠাই। সোনার ঝুমকো পরেছেন কানে। গোলাপি লিপস্টিক আর ছোট্ট একটা টিপে রমনীয় সাজে সেজে উঠেছেন সৌমিতৃষা। কখনও মিষ্টি হেসে ক্যামেরায় ধরা দিয়েছেন। কখনও মা বাবাকে সঙ্গে নিয়ে প্রতিমার সামনে হাতজোড় করে অঞ্জলি দিয়েছেন। সেই চিত্রও হয়েছে লেন্স বন্দী।
img 20221003 195447
তবে অভিনেত্রী জানিয়েছিলেন বেশি ভীড় ভাট্টায় ঘোরা, ঠাকুর দেখা অভিনেত্রীর অপছন্দের। বন্ধু-বান্ধব ও বাবা-মায়ের সঙ্গে বাড়ি বসেই আড্ডা দিতে ভালোবাসেন সৌমি। সেইমতো বন্ধু-বান্ধবদের সঙ্গে মহাষ্টমীতে দেখা গেল তাকে। তবে এরমাঝেই রিয়াজ লস্কর অর্থাৎ গাঁটছড়ার কুনাল দিয়েছেন মিঠাইয়ের সঙ্গে বিশেষ ছবি। যা মুহূর্তেই নজর কেড়েছে দর্শকের। গলা জড়িয়ে দেওয়া ছবিতে সকলের প্রশ্ন তবে কি সম্পর্কে রয়েছেন রিয়াজ-সৌমিতৃষা। এর আগেও একাধিকবার কাপেল ভিডিও, রিলস, ছবিতে দেখা গিয়েছিল তাদের। সাধারণত মহাষ্টমীতে প্রিয়মানুষের গলা জড়িয়ে ছবি দিয়ে থাকেন সকল মানুষ। রিয়াজের সঙ্গে ছবিটিও তাই আজ নেট দুনিয়ায় বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ছবিটি দেওয়া মাত্র দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। সকলের শুভেচ্ছা বার্তা বিনিময় দেখা বোঝাই যাচ্ছে এটিকে মানুষ কাপেল ফটো মনে করেছেন। কেউ বলেছেন, ‘দারুন মানিয়েছে’, কেউ বলেছেন, ‘দুজনেই মিষ্টি’, কেউ বলেছেন, ‘চুপিচুপি প্রেম’। অনেকের জিজ্ঞাসা, ‘এরপরও বলবে, তোমরা শুধু বন্ধু’। কয়েকজন মন্তব্যকারী অবশ্য জানিয়েছেন,’তোমার সঙ্গে বনিকেই মানায়’। কয়েকজন মন্তব্যকারী আবার আদৃত ছাড়া কারও সঙ্গেই সৌমিতৃষাকে মানতে নারাজ। সব মিলিয়ে জমে উঠেছে মহাষ্টমী। আগামী দিনে সৌমিতৃষাই জানাবেন তার মনের মানুষ কে?




Back to top button