Soumitrisha-Kaushambi: সবই মা দুর্গার কৃপা! পুজোর সূচনায় দ্বন্দ্ব ভুলে আবার এক হল সৌমিতৃষা-কৌশাম্বী

বাংলা টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক হলেও ‘মিঠাই’। যা একটা সময় টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে থাকলেও বর্তমানে তার টিআরপি খুবই কম। তবে এর জনপ্রিয়তায় ঘাটতি নেই। এই জনপ্রিয়তা শুধুমাত্র বাংলা ধারাবাহিকের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছে তাতে অভিনীত তারকাদের কেন্দ্র করে বিনোদনের কেন্দ্রবিন্দুতে। তাই এই ধারাবাহিক নিয়ে জনমানসে দেখা যায় প্রবল মাতামাতি। আর তাতেই অগ্নিসংযোগ করে নায়ক নায়িকাদের অন্তর্বর্তী দ্বন্দ্ব। শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও শোনা যেত ত্রিকোণ প্রেমের রঙিন কাহিনী। তবে আজ মিঠাই প্রেমীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। কী সুখবর আসুন জেনে নিই?

পুজোর মরসুমে খুশির জোয়ারে ভাসছে মোদক পরিবার। অফস্ক্রিন অনস্ক্রিন জমজমাট আড্ডা। পরিচালকের সঙ্গে পুজোর আগেই মাতোয়ারা মোদক পরিবার। শ্রীতমা,শ্রীনিপা, রাতুল, রাজীব, থেকে নতুন মা বিদিপ্তা, একাধিক জনকে দেখা গেল এক ফ্রেমে। এদিন সবচেয়ে নজর কেড়েছে একটি ফ্রেম যেখানে পরিচালক রাজেন্দ্র প্রসাদের সঙ্গে একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন মিঠাই ওরফে সৌমিতৃষা ও কৌশাম্বী। আর তাই দেখে বেশ উত্তেজিত মিঠাই অনুরাগীরা। তবে কি পুজোর আগে মনমালিন্য মিটিয়ে মা দুর্গার আশির্বাদে সম্পর্কে উন্নতি ঘটল অফস্ক্রিন মিঠাই-নন্দার।
img 20221004 103224
একসময় টেলিপাড়ায় গুঞ্জন উঠেছিল রিয়েল লাইফে আদৃতের (Adrit Roy) প্রেমে পড়েছেন সৌমিতৃষার। অন্যদিকে আদৃতের নাকি মন দিয়েছেন কৌশাম্বিকে। সেই কারণেই নাকি ইনস্টাগ্রাম থেকে একে অপরকে আনফলো করেছেন দুই অভিনেত্রী। আদৃতের সঙ্গে কৌশাম্বীকে দেখা গেলেও, দীর্ঘদিন সৌমিতৃষা কৌশাম্বীকে অফস্ক্রিন দেখা যায়নি। আগে সৌমিতৃষা কৌশাম্বী ছিলেন হরিহর আত্মা। হঠাৎ এই দূরত্বে জল্পনার জল বহুদূর গড়ায়। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কেউ মুখ খোলেননি বহুদিন। শেষ মিঠাইয়ের জন্মদিনে তাকে দেখা গিয়েছিল। এরপর এক সমুদ্র দূরে দূরে থাকতেন তাঁরা। বিবাহ বার্ষিকী পর্ব থেকেই আবার ছন্দ ফিরছে মিঠাইয়ের কলাকুশলীরা। ইতিপূর্বে দীর্ঘদিন পর ক্যামেরায় ধরা পড়েছেন আদৃত সৌমিতৃষা। আর এবার আরও চমকে দিয়ে একই ফ্রেমে এলেন সৌমিতৃষা কৌশাম্বী।

কিছুদিন আগেও পিসি চরিত্রের অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া পেজে দিয়েছিলেন মিঠাই মহিলামহলের ছবি সেখানে আড়ম্বরপূর্ণ রেস্টুরেন্টে দেখা গিয়েছিল সৌমিতৃষা ও কৌশাম্বীকে। তবে অনেকের ভীড়ে তাদের ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হয়েছে কিনা বোঝা যায়নি। তবে ষষ্ঠীর শ্যুটিংয়ে হাসিমুখে একই অনুষ্ঠানে ক্যামেরাবন্দি হয়েছেন দু’জন।আর এই দেখেই চমকে উঠছে মিঠাই ও আদৃত ভক্তরা। কোন আশ্চর্য প্রদীপের কামালে ঘটছে এই কান্ড! তবে কি সমস্ত ঝঞ্ঝাটের ইতি টানল দুই সেলেব তারকা। তবে যাই হোক, এই আনন্দে তারা বেজায় খুশি। পুজোয় এরচেয়ে বড়ো উপহার আর কি হতে পারে! অনেকে অবশ্য বলছেন, সবটাই সাজানো দর্শকদের চোখে ধূলো দেওয়ার চেষ্টা। তবে সত্যি মিথ্যের বিচার পরে, এই আনন্দে ঘুম উঠেছে মিঠাই ভক্তদের।




Back to top button