Kajol-Rani:সমস্ত বিভেদ যেন আজ অতীত, বাড়ির দুর্গা পূজোতে এক ফ্রেমে বন্দি কাজল-রানী! মুহূর্ত হল ভাইরাল

মন্টি শীল, কলকাতা: সচরাচর বি-টাউনে কান পাতলেই শোনা যায় বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী কাজল ( Kajol ) এবং রানী মুখার্জি ( Rani Mukerji ) প্রসঙ্গে। বিনোদন জগতের একজন খ্যাতিমান অভিনেত্রী হয়ে ওঠার সঙ্গে সঙ্গে রানী মুখার্জি এবং কাজল দু’জনেই একই পরিবারের সন্তান। এককথায় বলতে গেলে, এরা দু’জনেই এক ওপরের খুড়তুতো বোন। নব্বইয়ের দশক থেকে এই দুই অভিনেত্রী বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদের অভিনয়ের দক্ষতা দিয়ে একের পর এক ব্লকবাস্টার সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। কিন্তু একটা সময় শোনা গিয়েছিল, এক অপরের বোন হওয়া সত্তেও তাঁদের মাঝে স্থান করে নিয়েছিল এক অভূতপূর্ব প্রতিযোগীতা।

শুধু তাই নয়, কার জনপ্রিয়তা কত বেশী তা প্রমাণ করতে পরস্পরের মধ্যে ঠান্ডা লড়াইও দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু প্রকাশ্যে কোনওদিনই তাঁর তাঁদের মধ্যে থাকা প্রতিযোগিতার কথা স্বীকার করেননি। তবে তাঁদের মনোমালিন্যের সঙ্গে প্রায় সকলেই পরিচিত। বলিউডের নানাবিধ অ্যাওয়ার্ড ফাংশন হোক অথবা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজো, কোনওদিনই অভিনেত্রী রানী মুখার্জি ( Rani Mukerji ) এবং কাজল’কে ( Kajol ) একসঙ্গে এক ফ্রেমে দেখতে পাওয়া যায়নি। যার কারণে সমালোচকদের মধ্যে একাধিক আলোচনার সূত্রপাত ঘটেছে।

4c32

তবে সম্প্রতি যা ঘটল তাতে অনেকেই মনে করছেন যে, সমালোচকদের সেই সমস্ত আলোচনার সমাপ্তি ঘটতে চলেছে। কারণ, এই বছর দুর্গা পূজোতে আবার দুই বোন কাজল এবং রানী মুখার্জি’কে একসঙ্গে এক ফ্রেমে দেখতে পাওয়া গেল। এদিন দুর্গা পূজোর মহাষ্টমীর দিন একে অপরকে জড়িয়ে ধরে চিত্র সাংবাদিকদের সামনে পোজ দিতে দেখা গেল তাঁদের। যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল। মহাষ্টমীর দিন নেটমাধ্যমে দুই বোনের এই ভালবাসার দৃশ্য দেখার পর মুগ্ধ হয়েছেন তাঁদের অনুরাগী মহল। এমনকী বিভিন্ন রকমের মন্তব্য আসতে শুরু করেছে এই ভাইরাল হওয়া দৃশ্যের পরিপ্রেক্ষিতে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)


বলে রাখা ভাল, প্রতিযোগিতা থাকলেও বি-টাউনের এই দুই খ্যাতিমান অভিনেত্রীকে একাধিকবার পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। যার মধ্য অন্যতম হল বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’। যেখানে বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী কাজল এবং রানী মুখার্জি’কে। কিন্তু পর্দায় দেখা গেলেও ব্যক্তিগত পরিসরে তাঁদের একসঙ্গে খুব কমই দেখতে পাওয়া গিয়েছে। আর তাঁই শারদৎসবের শুভ মুহূর্তে দাঁড়িয়ে দুই বলি অভিনেত্রীর ভালবাসায় ভরা মুহূর্ত দেখে মুগ্ধ সকলেই তা আর বলতে বাকি থাকে না।




Back to top button