Durga Puja 2022: প্রসেনজিৎ থেকে মিমি, সব কিছু ভুলে কে কেমন করে কাটালেন মহাষ্টমীর সকাল

প্রত্যুষা সরকার, কলকাতা: দূর্গা পুজো বাঙালির কাছে একটা ইমশান। সারা বছর এই চারটি দিনের জন্য অপেক্ষা করে থাকে বাঙালি। সেলিব্রিটি থেমে সাধারণ মানুষ সবাই যেন একইসঙ্গে মেতে ওঠে পুজোর আমেজে। মুছে যায় সব ভেদাভেদ। আর পুজো আসতে আসতেই কেটে গেছে ৩টে দিন। মহা সপ্তমীর পুজো থেকে মহাষ্টমীর অঞ্জলি থেকে সন্ধিপুজো সবই শেষ। সোশ্যাল মিডিয়া জুড়ে অষ্টমী অঞ্জলির ছবি ভোরে গেছে।
গত সোমবার ছিল মহাষ্টমী। সক্কাল সক্কাল অঞ্জলি থেকে সন্ধিপুজো— পুজোর এই দিনটাকে ঘিরে উন্মাদনা প্রতিবারের মতো এবারও ছিল দেখার ( Durga Puja 2022 ) মতো। অষ্টমীর দিনে নিজের সেরা সাজটা তুলে সোশ্যাল মিডিয়ায় তুলে রাখেছেন অনেকে। আর সেই তালিকা থেকে বাদ পরেননি তারকারাও। অষ্টমীতে নিজেদেরকে নতুন ভাবে সাজিয়ে নিয়েছিলেন তারকারা। আসুন দেখি অষ্টমীতে কোন তারকা কেমন সাজলেন এবং কী-ই বা পোস্ট করলেন নেটমাধ্যমে?
View this post on Instagram
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দিন দুয়েক আগেই পা রাখলেন ষাটে। তবু একেবারেই জৌলুস কমেনি তাঁর। দেখে মনে হয় এখনও পঞ্চাশেই আছেন বুম্বাদা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘কাছের মানুষ ‘। আর সেই ছবির প্রমোটে খুবই ব্যস্ত তিনি। তবে পুজোর সময় হাজারো কাছের মাঝে অবসর নিতেই হয় ( Durga Puja 2022 )। দুর্গা পুজো ঘিরে তার উন্মাদনা এখনও অমলিন। এদিন অষ্টমীর সকালে একটা হালকা পাঞ্জাবিতে সেজে উঠলেন ‘বুম্বাদা’। মণ্ডপে দাঁড়িয়ে ঢাকিদের সঙ্গে ঢাক বাজালেন মনের আনন্দে। সেই ভিডিয়ো নিজেই পোস্ট করেছেন অভিনেতা। যা দেখে আরও একবার মুগ্ধ অনুরাগীরা।
View this post on Instagram
মিমি চক্রবর্তী
টলিউডের প্রথম সারির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বেশ অনেক বছর আগেই নামের পাশে ‘তারকা’ তকমা জুড়ে গিয়েছে। কিন্তু পুজোর সময় তিনি একেবারে অন্য মানুষ ( Durga Puja 2022 )। তাঁর চেনা মানুষদের কাছে তিনি এখনও সেই পাশের বাড়ির মেয়ে মিমি চক্রবর্তী রয়ে গেছেন। মহাষ্টমীর পুষ্পাঞ্জলির জন্য নিজ দায়িত্বে সকলের মধ্যে ফুল বিতরণ করলেন সাংসদ অভিনেত্রী। অষ্টমীর সকালে একটি গোলাপি রঙের শাড়ি এবং ভারী গয়নায় সেজে উঠেছিলেন তিনি। তাঁর একটি ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘শুভ মহাষ্টমী। সবার পুজো ভালো কাটুক।’
নুসরাত জাহান
টলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ( Durga Puja 2022 )। ব্যাক্তি গত জীবন নিয়ে বারবার ট্রোলের শিকার হতে থাকেন অভিনেত্রী। তবে এসবে একেবারেই কান দেননা নুসরাত। বর্তমানে এক সন্তানের মা এবং টলিউডের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্তের স্ত্রী তিনি। অষ্টমীতে স্বামী যশ এর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। পড়নে বেগুনি রঙের শাড়ি, গায়ে ভারি গয়না। হাতে তার পুজোর ডালা। পাশেই যশ সবুজ রঙের ধুতি পাঞ্জাবী পরে হাতে শঙ্খ নিয়ে বসে আছে। চারিদিকে জ্বলছে প্রদ্বীপ।
দেবলীনা কুমার
লাল রঙা শাড়িতে মহাষ্টমীর সকালে সেজে উঠেছেন দেবলীনা কুমার। প্রতি বছরের মতো এবছরও নিজের পাড়া অর্থাৎ ত্রিধারাতেই পুজো ( Durga Puja 2022 ) অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে পুজো কাটিয়েছেন দেবলীনা কুমার। অষ্টমীর দিনও তার ব্যতিক্রম হয়নি। সেদিন সকালেও ছিলেন সেখানেই। দেবলীনার কথায়, ‘ত্রিধারার মণ্ডপটাই আমার কাছে সব কিছু। ছোটবেলায় ওখানে বেলুন নিয়ে খেলতাম। এখন আড্ডা দিই। পার্থক্য এইটুকুই!’