Swastika Dutta: দূরে থেকেও একে অপরের কাছাকাছি স্বস্তিকা-শোভন! ভার্চুয়াল জগতেই একসঙ্গে পুজো কাটাল জুটি

বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবে মেতে উঠেছে সকল বাঙালিরা। সঙ্গে টলিপাড়াও মেতে উঠেছে উৎসবের আমেজে। সকল অভিনেতা অভিনেত্রীরা জমিয়ে উপভোগ করেছেন দুর্গা পূজা। অষ্টমীর অঞ্জলী দেওয়া থেকে শুরু করে ধুনুচি নাচ, সবেতেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে টলি তারকাদের। অনেকে আবার পুজো উপভোগ করেছেন নিজের মনের মানুষের সঙ্গে। যদিও টলি অভিনেত্রী স্বস্তিকার ( Swastika Dutta ) ক্ষেত্রে এমনটা ইতিমধ্যে সম্ভব নয়।

রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং গায়ক শোভনের মধ্যে প্রেমের সম্পর্ক নতুন নয়। পূর্বে তাঁরা নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের নাম দিলেও পরে প্রেমিক-প্রেমিকা হিসেবেই সকলের সামনে আসেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে প্রায় সময়ই এই জুটির দুষ্টু মিষ্টি সব ছবি দেখতে পাওয়া যায়। তবে টলি পাড়ার বাকি জুটিদের মতো দুর্গাপূজা একসঙ্গে কাটাতে পারবেন না স্বস্তিকা এবং শোভন।

 

বেশ কিছুদিন আগে অভিনেত্রী স্বস্তিকা দত্তের মুখে শোনা গিয়েছিল যে, বিভিন্ন শো এর জন্য শোভন পুজোর মধ্যে কলকাতাতে থাকতে পারবেন না। তাই স্বাভাবিক ভাবেই পুজো একসঙ্গে কাটাতে পারবেন না এই জুটি। তবে এই দূরত্বকে যেন কিছুতেই নিজেদের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে দেবেন না স্বস্তিকা। শোভনের উপস্থিতিতে একসঙ্গে দুর্গাপূজা উপভোগ করতে না পারলেও ভার্চুয়াল ভাবে শোভনের সঙ্গে দুর্গাপূজা কাটালেন স্বস্তিকা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন স্বস্তিকা দত্ত। যেখানে ভিডিও কলের মাধ্যমে শোভনকে প্রতিমা দর্শন করালেন অভিনেত্রী। ছবির নীচে স্বস্তিকা লিখেছিলেন ‘এপার ওপার’। ছবি পোস্ট করা মাত্র তা দেখে মন গলেছে অনুরাগীদের। বহু অনুরাগী ভালোবাসাময় মন্তব্যে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে। দূরে থেকেও যে এই ভাবে কাছে থাকা যায়, সেটাই প্রমাণ করেছে টলি পাড়ার এই জুটি।




Back to top button