Mithai: মিঠাইয়ের কাঁধে হাত দিয়ে আদৃত, বিকৃত ছবি দেখে রাগে ফুঁসে উঠলেন সৌমিতৃষা

মন্টি শীল, কলকাতা: সাম্প্রতিক কালে টিআরপি তালিকায় ব্যাপক পতন ঘটেছে জি বাংলা ( Zee Bangla ) সম্প্রচারিত ধারাবাহিক মিঠাই’এর ( Mithai )। কিন্তু আজও দর্শক মহলের বড় একটা অংশ আজও এই মিঠাই ধারাবাহিকের অন্ধ ভক্ত হিসেবে পরিচিত। যদিও এই জনপ্রিয়তার অন্যতম কারণ ধারাবাহিকের মুখ্য চরিত্র সিদ্ধার্থ ওরফে অভিনেতা অদৃত রায় ( Adrit Roy ) এবং মিঠাই ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu ) অনস্ক্রিন কেমিস্ট্রি। আর তাই পর্দার সঙ্গে সঙ্গে বাস্তবেও অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা অদৃত রায়ের এই রসায়ন দেখতে চান ভক্তরা।

কিন্তু ভক্তদের এই চাহিদার মধ্যেই ঘটল বিপত্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অভিনেতা অদৃত রায় এবং অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু’র একটি ছবি বিকৃত করে তা একটি ফ্যান গ্রুপে। যা নজরে আসার পর সোশ্যাল মিডিয়াতে ভক্তদের রীতিমত ধুয়ে দিলেন অভিনেত্রী। এদিন অভিনেত্রী ভাইরাল হওয়া পোস্টটির স্ক্রিনশর্ট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন মিঠাইরানি ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu )। অভিনেত্রী লেখেন, “তোমাদের এমন কাজ করা। এরকম কাজ আর কখনও করো না। তোমাদের বলা সত্তেও তোমরা আমার কমেন্টটাই ডিলিট করে দিলে?”

6c22

এখানেই শেষ নয় এদিন অভিনেত্রী ক্ষোভের সুরে ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘যদি তোমরা এমন আচরণ কর তাহলে অনুরাগী হয়ে কি লাভ?’ বলে রাখা ভাল, এবার শারদৎসবে নিকট বন্ধুদের সঙ্গে চুটিয়ে পুজোর আনন্দ উপভোগ করেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। যার বেশ কিছু মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল। তবে ব্যক্তিগত স্তরে নয়, ইন্ডাস্ট্রিতেও তাঁর একাধিক বন্ধু রয়েছে। যাদের মধ্যে অন্যতম হল সায়ক চক্রবর্তী, রিয়াজ লস্কর। সম্প্রতি রিয়াজ লস্করের সঙ্গে একটি ছবি তুলে তা তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।

6c23

যেখানে তাঁকে দেখা গিয়েছিল একটি লাল বেনারসি শাড়ি এবং তাঁর সঙ্গে মানানসই গহনাতে। অপরদিকে ছবিতে রিয়াজ লস্কর ধরা দিয়েছেন একটি হলুদ রঙের পাঞ্জাবীতে। ছবিটি পোস্ট করার পর ভক্তদের কাছ থেকে এসেছে বিভিন্ন রকমের মন্তব্য। কিন্তু এরই মাঝে রিয়াজের সঙ্গে তোলা অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু’র ছবিটি বিকৃত করে সেখানে অভিনেতা অদৃত রায়ের মুখ বসিয়ে দেন ভক্তরা। যা নজরে আসার পর স্বাভাবিক ভাবেই ওই ফ্যান পেজে অভিনেত্রী তাঁর মত পোষণ করেন। কিন্তু তাতে বিশেষ কাজ না হলে অভিনেত্রী তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে এই ঘটনার তীব্র নিন্দা করেন। যা দেখার পর স্বাভাবিক ভাবেই এক নতুন আলোচনার সূত্রপাত ঘটেছে নেটমাধ্যমে।




Back to top button