মিমির বাড়ির পুজোতে হাজির গোটা টলিউড ! তবে নুসরতের অনুপস্থিতি উস্কে দিল নতুন বিতর্ক

অনীশ দে, কলকাতা: পুজোর কয়েকদিন চুটিয়ে মজা করেছেন টলি তারকারা। জাঁকজমকের দিক থেকে তারকাদের পুজো হার মানিয়েছে প্রতিষ্ঠিত সর্বজনীন পুজোকে। রাজ শুভশ্রী, যশ নুসরত এবং মিমি, এবারের দুর্গাপুজোয় এই তারকাদের বাড়িতেই উপস্থিত ছিলেন টলিউডের তারকা কূল। তবে এরই মাঝে মাথা তুলছে এক নতুন বিতর্ক। সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং নুসরত জাহানের (Nusrat Jahan) বন্ধুত্ব সম্পর্কে অবগত সকলেই। কিন্তু নবমীর রাতে সেই মিমির (Mimi Chakraborty) বাড়িতেই অনুপস্থিত যশ এবং নুসরত (Nusrat Jahan)। আর সেই নিয়েই উঠছে প্রশ্ন। মিমির হাউস পার্টিতে কেন দেখা মিলল না তাঁর কাছের মানুষের?
অবশ্য এই পার্টিতে টলিউডের নামজাদা অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। যাদের মধ্যে অন্যতম ছিলেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাঁর প্রেমিক অভিরুপ। বাকি তারকাদের দূর্গা পূজায় একসঙ্গে দেখা দিয়েছেন তাঁরা। এছাড়াও ছিলেন অভিনেত্রী পর্নো মিত্র এবং মিমির কাছের বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়। অনিন্দ্য এবং পার্ণ (Parno Mittra) যে মিমির খুব ভালো বন্ধু, তা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া দেখলেই স্পষ্ট হয়ে যায়। এই দিন সবুজ শাড়ী এবং ফুল দিয়ে নিজেকে সাজিয়েছিলেন মিমি। যা দেখে তাঁর অনুগামীরা মুগ্ধ।
মিমি ও নুসরতের সম্পর্কের যে অবনতি হয়েছে, তা নিয়ে আগেই গুঞ্জন রটেছে টলিউডের অন্দরে। তবে সেই বিষয়ে প্রকাশ্যে কখনওই মুখ খোলেননি দুই অভিনেত্রী। তবে অষ্টমীর রাতে যশ নুসরতের পুজোর অনুষ্ঠানে হাজির হয়ে মিমি সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছিলেন। তবে মিমির পার্টিতে নুসরতের অনুপস্থিতি আবার উস্কে দিল সেই বিতর্ক। নবমীর রাত্রে মিমির বাড়িতে চলে হুল্লোড়। অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং পার্ণ মিত্র একাধিক ছবি আপলোড করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়াতে।
View this post on Instagram
এছাড়াও নবমীর দিন মিমির বিশেষ ধুনুচি নাচ নজর কেড়েছে সকলের। বিজয়া দশমীতে মন খারাপ আপামর বাঙালির। বিজয়া উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে এক বিশেষ পোস্ট করেন মিমি। যেখানে তাঁকে আটপৌরে শাড়ি পরে ধুনুচি নাচে পা মেলাতে দেখা যায়। এছাড়াও নিজেই ঢাক বাজিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে অভিনেত্রী নুসরত জাহানও সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে শেয়ার করেছেন এক বিশেষ পোস্ট।