Taali First Look: চোখে মুখে তেজ, কপালে বড় টিপ, রূপান্তরকামীর ভূমিকায় সুস্মিতা সেনের লুক নজর কাড়ল নেটিজেনদের

বলিউডের অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তা নিরিখে অনেক এগিয়ে সুস্মিতা সেন। এই বিশ্ব সুন্দরী সাহসী চরিত্রে দুর্দান্ত অভিনয় করে প্রতিবারই নেটিজেনদের চমকে দেন। ছবির পাশাপাশি ‘আরিয়া’র মতো জনপ্রিয় ওয়েব সিরিজে সুস্মিতা সেনের অভিনয় নজর কেড়েছে বহু মানুষের। সম্প্রতি আবারও নেটিজেনদের বড়সড় চমক দিলেন বিশ্ব সুন্দরী। নতুন ওটিটি শো ( Taali ) নিয়ে আসতে চলেছে তিনি। খবর সামনে আসতেই অবাক হল গোটা নেট দুনিয়া।

নিজের সাহসী চরিত্রের জন্যই নেটিজেনদের কাছে জনপ্রিয় সুস্মিতা সেন ( Sushmita Sen ) । এই ধরনের চরিত্রে কাজ করতেই যে অভিনেত্রী বেশ পছন্দ করেন, তা তাঁর অভিনয়েই স্পষ্ট ফুটে ওঠে। সম্প্রতি তাঁর নতুন ওটিটি শো এর প্রথম লুক ( Taali First Look ) সামনে এসেছে। ওয়েব সিরিজের নাম ‘তালি’। এখানে একজন রূপান্তরকামী গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সুস্মিতা সেন। প্রথম লুক শেয়ার করে সুস্মিতা সেন লিখেছেন,“ তালি বাজবে না, বাজাবো।” অভিনেত্রী আরও লেখেন যে,“এত সুন্দর একজন মানুষের চরিত্র ফুটিয়ে তোলা এবং তাঁর গল্পকে দুনিয়ার সামনে আনার চেয়ে গর্বের কিছু হতে পারে না আমার কাছে।” এরূপ ভূমিকায় কাজ করে তিনি যে কতটা ধন্য একথাও জানান অভিনেত্রী।

 

 

View this post on Instagram

 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

সুস্মিতা সেনের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে তালি দেওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কপালে ছিল বড় মেরুন টিপ, গলায় রুদ্রাক্ষের মালা। পরনে তাঁর সবুজ মেরুন শাড়ি, চোখে আক্রোশ। এই প্রথমবার এমন লুকে সামনে এসেছেন সুস্মিতা সেন। সম্পূর্ণ নতুন রূপে অভিনেত্রীকে দেখে ইতিমধ্যেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেট নাগরিকরা।

প্রসঙ্গত গৌরি সাওয়ান্ত একজন রূপান্তরকামী অ্যাক্টিভিস্ট। পুনে শহরে গণেশ নামে জন্মেছিলেন তিনি। তবে এরপর মুম্বাইতে চলে আসেন গৌরী। মুম্বাই শহরে এসে রূপান্তরকামীদের আর্থসামাজিক সহ আরও বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গৌরী সাওয়ান্ত। রূপান্তরিত, রূপান্তরকামীরা যাতে সন্তান দত্তক নেওয়ার অধিকার পায়, সেই ক্ষেত্রেও সাহায্য করেন গৌরী। এমনকী তিনি নিজেও একজন কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন।




Back to top button