Soumitrisha Kundu: ‘আঁখ মারে’ গানে নেচে ঘুম ওড়ালেন মিঠাই, দশমীতে রাতভোর চলল পার্টি

দূর্গাপুজো অতিক্রান্ত। সকলেই ফিরছেন ব্যস্ততার জীবনে।পুজোর স্মৃতি রোমন্থন আজও হাসি ফুটছে সকলের মুখে। উৎসবের শেষ লগ্নে রেশ টুকু ধরে রাখার চেষ্টায় ব্যাকুল সেলিব্রেটিরা। দশমীতে কেউ বা চমৎকার ভুরিভোজে, কাউকে দেখা গেল পারিবারিক আলাপচারিতায়, কেউ বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডায় মশগুল। কিন্তু মিঠাই ওরফে সৌমিতৃষার ওপর ছিল সকলের দৃষ্টি। তার পুজো কাটানোর পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ায়। দশমীর রাতে একেবারে অন্য মেজাজে ধরা পরলেন মিঠাই।
https://www.facebook.com/reel/501978105136320?extid=a&s=yWDuG2&fs=e
বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডায় মশগুল মিঠাই। নীল শাড়িতে সেজে উঠলেন। বন্ধু রিয়াজ লস্করের রিলস ভিডিওতে দেখা গেল সৌমিতৃষা। সঙ্গে ছিলেন আরও রঙিন দুনিয়ার তারকারা। জি বাংলার ‘খেলনা বাড়ি’র অভিনেত্রী মিতুলকেও দেখা গেল সেখানে। হিন্দি গান ‘আঁখ মারে’ গানে নাচতে দেখা গেল মিঠাই রানিকে। চোখ টিপে ইশারা করতেই মিঠাই ভক্তদের মন জিতলেন তিনি। কিন্তু ‘গাঁটছড়া’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা রিয়াজকে শত অনুরোধ করা সত্বেও নাচতে দেখা গেল না। সে হাতজোড় করে জানিয়ে দিল তার আপত্তি। তবে সৌমিতৃষা একাই একশো। খামখেয়ালে একাই নেচে দেখিয়ে দিলেন
সারা পুজোয় বিভিন্ন মেজাজে ধরা পরেছেন মিঠাই রানি। কখনও বাবা-মায়ের সঙ্গে, বন্ধুদের সঙ্গে বেড়াতে গেছেন। কখনও বা ঢাক বাজাতে, রেস্তোরাঁয় খেতে, অঞ্জলি দিতে দেখা গেছে তাকে। রোজ নতুন সাজে ধরা দিয়েছেন তিনি। সম্প্রতি ধারাবাহিকের TRP এর পারদ নামলেও, মিঠাই সেসব নিয়ে একেবারেই ভাবিত নয়। তার মতে, টি আর পির ওঠা পড়া থাকবে কিন্তু আনন্দ করতে হবে। সেইভাবে সমগ্র সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখলেন তিনি।