Madhuri-Alia: ‘মাটির মানুষ মাধুরী…’ নিমন্ত্রিত না হয়েও আলিয়ার সাধে পাঠালেন সেরা উপহার

জয়িতা চৌধুরি,কলকাতা: নবরাত্রির শুভক্ষণে ছিল আলিয়ার ( Alia Bhatt Pregnancy News ) সাধের অনুষ্ঠান। অভিনেত্রীর মা এবং শ্বাশুড়ি পোয়াতি মেয়েকে এদিন ভরিয়ে তুলেছিলেন আদর-যতনে। বিয়ের মত সাধের অনুষ্ঠানেও আমন্ত্রিতদের সংখ্যা ছিল সীমিত। নিকট আত্মীয় ও বন্ধুবান্ধব ছাড়া কারোরই বিশেষ দেখা মেলেনি এদিন। নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়, শ্বেতা বচ্চন, সস্ত্রীক রোহিত ধাওয়ান, করিশ্মা কাপুররা।
এই তালিকায় নাম না থাকলেও হবু মাকে অভিনেত্রী মাধুরী দিক্ষিতের ( Madhuri Dixit ) দেওয়া উপহার মন কেড়েছে সকলের। এদিন জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-র অতিথি বিচারক হয়ে এসেছিলেন নীতু কাপুর। প্রোমো ভিডিয়ো দেখেই আঁচ করা যাচ্ছিল পর্বটির মূল আকর্ষণই ছিল কাপুর পরিবার। বলিউডের ( Bollywood ) কাপুর স্পেশাল এপিসোডেই নীতি নামক এক প্রতিযোগী ট্রেলার ট্রিবিউট দেন আলিয়া ও রণবীরকে। রালিয়ার বিয়ের লুকে সেজে উঠেছিলেন প্রতিযোগী। বলা বাহুল্য, নীতির পারফরম্যান্স মন ছুঁয়ে যায় শ্বাশুড়ি নীতুর।
View this post on Instagram
View this post on Instagram
নীতির পারফরম্যান্স দেখে হবু ঠাকুমা বলেন, ‘অসাধারণ সুন্দর’ এবং সঙ্গে যোগ করেন ‘মন ছুঁয়ে গেল’! এরপই বিচারকের আসনে থাকা বি-টাউনের মহিলা সুপারস্টার মাধুরী দীক্ষিত বলেন, ‘নীতুজি ( Neetu Singh ) ওদের বিয়ে হয়ে গেছে ওরা মা-বাবাও হতে চলেছে। আমি একটা উপহার নিয়ে এসেছি আলিয়ার জন্য, এই যে বাল গোপাল।’ উপহারে খুশি হয়ে মাধুরীকে জড়িয়ে ধরেন হবু ঠাকুমা নীতু সিংহ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই একরাশ প্রশংসার প্রাপ্তি ঘটেছে বলিউডে ‘ধক-ধএ’ গার্লের।
নেটিজেনদের একজন লিখেছেন, ‘সত্যি মাটির মানুষ মাধুরী। অহংকার নেই বোঝাই যায়’। আরেক নেটিজেনের বক্তব্য, ‘এই সময় বাল গোপালের থেকে ভালো উপহার আর কী বা হতে পারে।’ প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে চার হাত এক করেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এরপর জুন মাসেই ইউএসজি-র সময়কার একটা ছবি শেয়ার করে মা হওয়ার সুখবর দিয়েছিলেন নবদম্পতি।
সম্প্রতি তাঁর সাধের ছবিও ইনস্টাগ্রামে ( Alia Bhatt Instagram Photos ) পোস্ট করেছিলেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে মেকআপের কোনো প্রকার চাকচিক্য ছাড়াই হলুদ শালোয়ার কামিজে ঝলমল করছিলেন অভিনেত্রী। এদিন রালিয়ার ভালোবাসার ‘বাস্তু’তেই বসেছিল নায়িকার সাধ অনুষ্ঠানের আসর। ছবিতে দম্পতির চওড়া হাসিই বুঝিয়ে দিচ্ছিল আসন্ন সন্তানের জন্য কতটা উদ্গ্রীব তাঁরা।