Sweta Bhattacharya: গালে সিঁদুর খেলার ছাপ, দশমী ঘিরে আনন্দে আত্মহারা ‛যমুনা ঢাকি’ খ্যাত শ্বেতা ভট্টাচার্য

মন্টি শীল, কলকাতা: দেবী দূর্গা পাড়ি দিয়েছেন কৌলাসের উদ্দেশ্যে, যার কারণে এক অভূতপূর্ব বিষন্নতা নজরে এসেছে আপামোর বাঙালি জাতির মনে। তবে সোশ্যাল মিডিয়াতে নজর রাখলে দেখা যাবে টেলি জগতের নামীদামি তারকাদের বিজয়া দশমী উজ্জ্বাপনের মুহূর্তকে কেন্দ্র করে রীতিমত সরগরম হয়ে রয়েছে। যেমনটা এদিন দেখা গেল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ( Sweta Bhattacharya ) ক্ষেত্রে। টেলি জগতের এই অভিনেত্রী দর্শকদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন জি বাংলা ( Zee Bangla ) সম্প্রচারিত ধারাবাহিক ‘যমুনা ঢাকি’ ( Jamuna Dhaki ) এর হাত ধরে।

সম্প্রতি অভিনেত্রী তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিজয়া দশমী উজ্জ্বাপনের মুহূর্ত পোস্ট করেন। যেখানে ‘যমুনা ঢাকি’ ( Jamuna Dhaki ) খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য’কে ( Sweta Bhattacharya ) দেখা গিয়েছে একটি সাদা রঙের জামদানি শাড়ির সঙ্গে নীল রঙের ব্লাউজ এবং মানানসই গহনা পড়ে ফ্রেম বন্দি হতে। এখানেই শেষ নয়, এদিন অভিনেত্রী রীতি মেনে দেবী দুর্গাকে মিষ্টি খাইয়ে বরণ করলেন। এরপর আত্মীয় পরিজনদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ( Sweta Bhattacharya )। যা দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন তাঁর ভক্তরা।

7c42

তথ্য অনুযায়ী, গত ১লা জুলাই জি বাংলার পর্দা থেকে বিদায় জানায় জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘যমুনা ঢাকি’। যার পর স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মাঝে প্রশ্ন জাগতে শুরু করে, ফের কবে পর্দায় ফিরে আসতে চলেছেন যমুনা ঢাকি’র যমুনা ওরফে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য? সূত্রে খবর, খুব শীঘ্রই ফের একবার ছোট পর্দায় ফিরে আসতে চলেছেন এই অভিনেত্রী। তবে ঠিক কোন ধারাবাহিকের হাত ধরে অভিনয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন শ্বেতা ভট্টাচার্য তা এখনও স্পষ্ট নয়। কিন্তু বিশেষ সূত্র অনুযায়ী, প্রযোজক সুশান্ত দাসের প্রযোজনা সংস্থায় কাজ করতে চলেছেন তিনি।


তবে শুধুমাত্র ছোট পর্দাই নয়, ইতিমধ্যেই বড়পর্দাতেও নিজের অভিষেক করেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। জানা গিয়েছে, বিগত বেশ কয়েক মাস আগেই পরিচালক অভিজিৎ সেন পরিচালিত সিনেমা ‘প্রজাপতি’র শ্যুটিং শেষ করেছেন এই টলিউড অভিনেত্রী। সিনেমাতে টলিউড সুপারস্টার দেব’এর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। সূত্র অনুযায়ী, গত ২০১০ সালে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘সিঁদুরখেলা’র হাত ধরে অভিনয় জগতে অভিষেক করেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এরপর ‘তুমি রবে নিরবে’, ‘জড়োয়ার ঝুমকো’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। তবে এরই মাঝে অভিনেত্রীর বিজয়া দশমীর ছবি যে ভক্তদের মনে কতখানি আলোড়ন সৃষ্টি করেছে তা নেটমাধ্যমে নজর রাখলেই স্পষ্ট হয়ে যাবে।




Back to top button