Weekly TRP List: হাজার চেষ্টা করেও নেই মিঠাইয়ের ছবি, টিআরপি তালিকায় ‛সেরার সেরা’ গৌরী

মন্টি শীল, কলকাতা: একধার বিষন্নতার সুর শোনা গেলেও, অপরদিকে খুশির আমেজ দর্শকদের মাঝে। কারণ, গত সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকা অনুযায়ী স্টার জলসা সম্প্রচারিত ধারাবাহিক ‘গাঁটছড়া’ ফের সাপ্তাহিক টিআরপি তালিকায় ( Weekly TRP List ) শীর্ষ স্থান অর্জন করেছে। যদিও এর কারণস্বরপ অনেকেই মনে করছেন, এই সফলতার পিছনে খড়ি-ঋদ্ধি-দ্যুতি-রাহুল এবং বণির ম্যাজিক কাজ করছে। অপরদিকে জি বাংলা সম্প্রচারিত ধারাবাহিক ‘মিঠাই’ শীর্ষ স্থান খুঁইয়ে কোনও মতে ষষ্ঠ নম্বরে কোনও মতে নিজের স্থান অর্জন করতে পেরেছে।

শুধু তাই নয়, বিগত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী বেঙ্গল টপার ‘ধূলোকনা’ মাত্র এক নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থানে নিজের স্থান করে নিতে সমর্থ হয়েছিল। তবে এক্ষেত্রে বেশ কয়েকটি ধারাবাহিক বেশ চিন্তিত কারণ, গত সপ্তাহে নবাগত ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ পঞ্চম স্থানে উঠে এসেছে। অপরদিকে নম্বর অনেকটাই কমেছে ‘সাহেবের চিঠি’র। বরং সেদিক থেকে দেখতে গেলে নবাগত বাংলা ধারাবাহিক ‘মাধবীলতা’ বেশ আশানুরূপ ফলাফল করতে সফল হয়েছে। যার কারণে এক অভূতপূর্ব উত্তেজনা নজরে এসেছে দর্শকদের মধ্যে।

7c52

আর এই বিপূল উত্তেজনার মধ্যেই প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি তালিকা ( Weekly TRP List )। যেখানে উল্লেখযোগ্য ভাবে দেখা গিয়েছে এই সপ্তাহে তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক গৌরি এলো।  যার মোট প্রাপ্ত নম্বর ৮.২। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক জগদ্বাত্রী। এই ধারাবাহিকের মোট প্রাপ্ত নম্বর ৭.৩। তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলা ধারাবাহিক গাঁটছড়া।  যার প্রাপ্ত নম্বর ৭.২। চতুর্থ স্থানে রয়েছে  জনপ্রিয় বাংলা ধারাবাহিক ধুলোকণা। যার সর্বমোট প্রাপ্ত নম্বর ৭.১।

শ্রেষ্ঠ বাংলা ধারাবাহিকের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক মিঠাই। যার প্রাপ্ত নম্বর ৬.৭। ষষ্ঠ স্থানে রয়েছে বাংলা ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টার, আলতা ফড়িং। প্রাপ্ত নম্বর ৬.৪। সপ্তম স্থানে রয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক সাহেবের চিঠি। যার মোট প্রাপ্ত নম্বর ৬.২। অষ্টম স্থানে রয়েছে বাংলা ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এবং মাধবীলতা (৬.১)। নবম স্থানে রয়েছে খেলনা বাড়ি (৬.০) এবং তালিকার সর্বশেষ নাম অনুযায়ী দশম স্থানে রয়েছে বাংলা ধারাবাহিক নবান নন্দিনী (৫.৪)। তবে ধারাবাহিকের এই তালিকায় শীর্ষ স্থান দখল করা নিয়ে প্রতিদিনই বজায় থাকবে প্রতিযোগিতা। বজায় থাকবে ধারাবাহিকের আশা যাওয়া, নতুন ভাবনা নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হওয়া। কিন্তু এই বাংলা ধারাবাহিক যে সমগ্র বাঙালি দর্শকদের কাছে সর্বকালের সেরা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে তা বলতে কোনও দ্বিধা নেই।




Back to top button