Bollywood: কেউ বেঁধেছেন গাঁটছড়া, কেউ আবার ব্যস্ত চাকরি নিয়ে! বলিউড ভুলে অন্য দুনিয়ায় এই অভিনেত্রীরা

অভিনয় জীবনের অনিশ্চয়তার কথা কে না জানে! আজ যিনি অভিনয় জীবনে সাফল্যের চূড়ায় রয়েছেন কাল তিনি পাতালের অন্ধকারে চলে যেতে পারেন। ট্রাজেডি একেই বলে। ছোট কিছু ভুল সিদ্ধান্ত তাকে ঠেলে দেয় নীচের দিকে। সেভাবেই এককালের চর্চিত অভিনেত্রীরা মিলিয়ে গিয়েছেন কোথাও? দেখুন তো চিনতে পারেন কিনা তাদের?
আসীন: হিন্দি, তামিল, তেলেগু একাধিক ছবিতে কাজ করেছেন। গজনিতে আমীর খানের বিপরীতে অভিনয় করে এসেছিল জনপ্রিয়তা। এরপর গজনীর রিমেকেও অভিনয় করেন তিনি। রেডি, হাউসফুল ২ ও বোল বচ্চনেও অভিনয় করেছিলেন। কিন্তু তারপর হঠাৎই সিনেমা জগতে থেকে উধাও হয়ে যান। কোথায় আছেন এখন তিনি? ‘অল ইজ ওয়েল’ ছবিতে অভিষেক বচ্চনের বিপরীতে অভিনয় করেন। ছবিটি বাজার সফল হয়নি। আর তারপরই দেখা মেলেনি অভিনেত্রীর। ২০১৬ তে মাইক্রোম্যাক্স ইনফোটেকের মালিক রাহুল শর্মাকে বিবাহ করেন। এরপরই সিনেমার রঙিন দুনিয়া থেকে সরে এসে সংসারে মনস্থির করেন।
কোয়েনা মিত্র: মডেল হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন কোয়েনা। অনেক গানের ফিচারে কাজ করতে শুরু করেন। ‘মুসাফির’ সিনেমার ‘সাকি সাকি’ গানে তিনি প্রথম ঝড় তোলেন। ‘আপনা স্বপ্না মানি মানি’, ‘ এক খিলাড়ি এক হাসিনা’ নামের সিনেমাতে অভিনয় করেন। এরপর ‘ঝলক দিখলা জা’ তে অংশ নিয়েছিলেন। তারপর ২০০৯ সালে নাকের অস্ত্রোপচার করান অভিনেত্রী। সেসময় অস্ত্রোপচারটি সফল না হওয়ায় প্রায় ছ’ মাসের বিরতি নিতে হয়। এই বিরতি শেষে ফিরে এসে তিনি যখন নিজের সমস্যার কথা জানান। সেসময় থেকেই একের পর এক কাজ হাতছাড়া হতে থাকে। বিগবসের একটি সিজিনে তাকে দেখা যায়। এবং তারপরই তিনি দিল্লি চলে যান।
তনুশ্রী দত্ত: ‘আসিক বানায়া আপনে’ গানের মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। প্রথম সিনেমাতেই তৈরি হয় ব্যাপক পরিচিতি। এরপর ঢোল, ভাগমভাগের মতো একাধিক ছবিতে পর পর অভিনয় করতে থাকেন। অ্যাপার্টমেন্ট সিনেমাটি তার শেষ সিনেমা।২০০৩ সালে মিস ইন্ডিয়ার খেতাব,এরপর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কিন্তু তারপরেই একেবারে বেপাত্তা হয়ে যান অভিনেত্রী। কিন্তু কেন, জানেন? ২০১৮ তে একটি সাক্ষাৎকারে তিনি নানা পাটেকর ও বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন। এসময় তিনি ভীষণ মানসিক যন্ত্রনার মধ্য দিয়ে অতিবাহিত করছিলেন তাই সুযোগ পেতেই আমেরিকা চলে যান। সেখানে একটি বহুজাতিক সংস্থায় কাজ করেন। কিন্তু বর্তমানে আবার বলিউডে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন।
মিনিশা লাম্বা: বিজ্ঞাপনী জগত থেকে বলিউডে পা রাখেন মিনিশা।’ ইহান’ সিনেমা দিয়ে তার কেরিয়ারের মাইলফলক শুরু।’ সৌর্য’,’ বাচনা – এ হাসিনো’, ‘কিডন্যাপ’ সিনেমাতে অভিনয় করে বেশ পরিচিত হয়ে ওঠেন। ‘ওয়েল ডান আব্বা’ সিনেমাতেও বেশ চর্চিত হয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি পাঞ্জাবি সিনেমাতেও কাজ করেন তিনি। হঠাৎই তার জনপ্রিয়তা কমতে থাকে। ‘জিলা গাজিয়াবাদ’, ‘ভূমি’ সিনেমায় বিশেষ সুনাম অর্জন করতে পারেননি এসময় থেকেই তার কাজের সন্ধান কমে যায়। এবং তিনি পেশা পরিবর্তন করতে বাধ্য হন। বর্তমানে তিনি এখন ভোকাল প্লেয়ার। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রচণ্ড সক্রিয়। সম্প্রতি অবশ্য তিনি জানিয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে দিয়ে বলিউডে কামব্যাক করতে পারেন।
আয়েশা টাকিলা: বলিউডে আয়েশাকে কেনা চেনে! মাত্র ১৩ বছর বয়সে কমপ্ল্যানের বিজ্ঞাপনে শাহিদ কাপুরের সঙ্গে অভিনয় করেন। এরপর ‘চুনার উড় উড় যায়ে’ গানে তাকে দেখা যায়। তবে সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেন, ‘টারজন দ্য ওয়ান্ডার কার’ সিনেমার মধ্যে দিয়ে। ‘সাধি নম্বর ওয়ান’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’ সিনেমায় অভিনয় করেন। ‘ওয়ান্টেড’ সিনেমায় সালমান খানের বিপরীতে তিনি অভিনয় করেছেন। কিন্তু এরপরই অভিনয় জীবনে বিরতি টেনে বিয়ে করেন একজন ব্যবসায়ীকে। এবং নিজে মা হওয়ার সঙ্গে সঙ্গে একজন সফল ব্যবসায়ী হয়েছেন তাই আর ফিরতে চান না বলিউডে।