Haami 2: ‘হামি’তেই জমজমাট বিজয়া! মিউজিক ভিডিয়োর মাধ্যমেই প্রকাশ্যে এল ‘হামি ২’এর ট্রেলার

‘হামি’ ছবির সিক্যুয়েল যে আসতে চলেছে এই খবর নতুন নয়। বেশ কয়েক মাস আগেই খবর মিলেছিল যে বক্স অফিসে আসতে চলেছে ‘হামি ২’ ( Haami 2 ) । খবর পাওয়া মাত্রই দর্শকদের মনে খুশির আমেজ দেখা গিয়েছিল। খুশি হবে নাই বা কেন, ২০১৮ সালে ছোট বাচ্চাদের নিয়ে তৈরি এই ছবি যে বিশেষ জায়গা করেছিল দর্শকদের মনে। আর ছবির সিক্যুয়েলের থেকেও সেই আশা রাখছেন সকলে। সম্প্রতি প্রকাশ্যে এল ছবির মিউজিক ট্রেলার। যা দেখে উত্তেজনা ধরে রাখতে পারছে না নেটিজনরা।

‘হামি’ ছবির মত ‘হামি ২’ তেও লাল্টু এবং মিতালীর চরিত্রে দেখা মিলতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও গার্গী রায়চৌধুরীর। সঙ্গে থাকতে চলেছে তিন খুদে শিল্পী। তাঁদেরকে ঘিরেই ছবির গল্প। এদিন ‘হামি’ ছবির টাইটেল ট্র্যাকের সঙ্গেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার ভিডিয়ো। টাইটেল ট্র্যাকের সঙ্গে ট্রেলার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মেতে উঠেছে সকলের মন। ‘হামি’ ছবিতে বোধিসত্ত্ব এবং তনুরুচির গল্প সকলের মন কেড়েছিল। আর ‘হামি ২’এ নতুন খুদে তারকাদের দুষ্টু মিষ্টি গল্প দেখতেও অপেক্ষায় দিন গুনছে দর্শকরা।

img 20221007 190153

 

ট্রেলার ভিডিয়োতে দেখেই বোঝা গিয়েছে যে ছবিতে দেখা মিলবে একটি রিয়ালিটি শো এর। ছবিতে নিতাই জ্যাঠার চরিত্রে দেখা দেবেন অঞ্জন দত্ত। এছাড়াও বিশেষ ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মনামী ঘোষ এবং তনুশ্রী চক্রবর্তীকে। তবে গল্পের সামান্য বদল দেখা যাবে। ‘হামি’ ছবিতে লাল্টু এবং মিতালীর যে পেশা ছিল, ’হামি ২’এ তা দেখানো হবে না, ভিন্ন পেশাতেই দেখা যাবে এই জুটিকে।

img 20221007 190239

সকলের মনকে খুশি করতে ডিসেম্বরে আসতে চলেছে ‘হামি ২’। এদিন ইউটিউব ট্রেলার মিউজিক ভিডিয়ো পোস্ট করে তার নীচে লেখা ছিল,“ এই বিজয়ায় সবার মিষ্টিমুখ হোক হামি দিয়ে… হামি পরিবারের তরফ থেকে বিজয়ার উপহার রইলো একটা মিষ্টি মিউজিকাল ট্রেলার!” এরপর আরও লেখা হয় যে,“ ছেড়ে যাবে সব দুঃখ, কষ্ট, ফ্লু কারণ এই ডিসেম্বরে আসছে হামি ২!” এবার শুধু এই ছবির পর্দায় আসার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।




Back to top button