Fifa World Cup 2022: বলিউড ছেড়ে বিদেশে পা, ফুটবল বিশ্ব কাপের থিম গানে কোমর দোলালেন নোরা ফতেহি

মন্টি শীল, কলকাতা: প্রস্তুতি প্রায় শেষের পথে, আগামী মাস অর্থাৎ ২০শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ( Fifa World Cup )। কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে এইবার মোট ৩২টি দল সেরার শিরোপা অর্জন করতে প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে চলেছেন। যা কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ নজরে এসেছে ফুটবল প্রেমীদের মধ্যে। তবে ফুটবল ওয়াল্ড কাপের সঙ্গে সঙ্গে ফুটবল প্রেমীদের জন্য আরও একটি চমক নিয়ে এসেছে বিশ্বকাপ আয়োজক সংস্থা ফিফা। আর সেই চমক আর কিছু নয়, তাঁদের থিম সং।

খুব সম্প্রতি ফিফা বিশ্বকাপের জন্য গান ‘লাইট দ্য স্কাই’ প্রকাশিত করেছেন। যা দেখার পর রীতিমত মুগ্ধ ফুটবল প্রেমীদের একাংশ, বিশেষত ভারতীয় ফুটবল প্রেমীরা। কারণ এই ফিফা বিশ্বকাপে পারর্ফম করেছেন বলিউড তারকা নোরা ফাতেহি ( Nora Fatehi )। এক কথায় বলতে গেলে, ফিফা বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’ ( Light The Sky )তে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে বলিউড দিভা নোরা ফাতেহি’কে ( Nora Fatehi )। সম্প্রতি বলিউড তারকা নোরা ফাতেহি তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই গানের বেশ কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

8c32


যা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এমনকী তাঁর ভক্তদের কাছ থেকে আসতে শুরু করে বিভিন্ন রকমের মন্তব্য। এমনকী অনেকেই নোরা’কে সঙ্গে শাকিরা এবং জেনিফার লোপেজের সঙ্গে এক সূত্রে বেঁধেছেন। কারণ, ২০১০ সালের ফিফা বিশ্বকাপের অ্যান্থামে পারফর্ম করতে দেখা গিয়েছিল। এরপর ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের অ্যান্থামে পারফর্ম করতে দেখা গিয়েছিল জেনিফার লোপেজ এবং পিটফুল’কে। সূত্র অনুযায়ী, নোরা ফাতেহি বর্তমানে একমাত্র অভিনেত্রী যিনি ফিফা বিশ্বকাপে ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

তবে এতো গেল বিশ্বকাপ অ্যান্থামের প্রসঙ্গ, বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে বলিউড তারকা নোরা ফাতেহি বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান অর্থাৎ ফাইনালের দিন বিশ্ব দরবারের সামনে পারর্ফম করতে চলেছেন। যা শোনার পর রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সমগ্র নেটমাধ্যমে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই মন্তব্যে ফিফার এই বিশেষ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন, আবার অনেকেই সমালোচনার সুরে বলি তারকা নোরা ফাতেহি’র জাতীয়তা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা করেছেন। তবে হাজার সমালোচনা থাকলেও, বিশ্ব দরবারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ নিয়ে ফুটবল প্রেমীরা যে ভীষণ উচ্ছাসিত তা কার্যত স্পষ্ট।




Back to top button