Sidharth-Kiara: লোকের আড়ালেই বিয়ে সেরে নিলেন সিদ্ধার্থ-কিয়ারা? ভিডিয়ো ভাইরাল হতেই হইচই নেটপাড়ায়

মন্টি শীল, কলকাতা: সাম্প্রতিক কালে বি-টাউনের অন্যতম চর্চিত জুটি হিসেবে ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ( Sidharth Malhotra ) এবং কিয়ারা আডবাণী ( Kiara Advani )। বলিউডের এই দুই জনপ্রিয় তারকা যে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে রয়েছেন তা ইতিমধ্যেই স্পষ্ট। এমনকী খুব সম্প্রতি পরিচালক করণ জোহর সঞ্চালিত টক শো ‘কফি উইথ করণ’-এ এসে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ( Sidharth Malhotra ) এবং কিয়ারা আডবাণী ( Kiara Advani ) তাঁদের মধ্যে থাকা সম্পর্কে শিলমোহর দিয়েছেন। যাকে কেন্দ্র করে ব্যাপক চর্চার সূত্রপাত হতে দেখা যায় তাঁদের ভক্তদের মাঝে।

কিন্তু খুব সম্প্রতি নেটমাধ্যমে এই দুই তারকা সম্পর্কে যে খবর প্রচারিত হয়েছে তা শোনার পর ভক্তদের সেই চর্চা আরও দীর্ঘায়িত হতে চলেছে বলে মত একাংশের। কারণ বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ( Sidharth Malhotra ) এবং কিয়ারা আডবাণী ( Kiara Advani ) বিয়ে সেড়ে ফেলেছেন। তাঁও আবার চুপিসারে, সকলের অগোচরে। এদিন সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো ভাইরাল হতে দেখা যায়। যেখানে দেখা গিয়েছে বি-টাউনের এই দুই চর্চিত জুটি একবারে বিয়ের সাজে সজ্জিত রয়েছেন।

8c42

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা’র পরণে ছিল একটি ডিজাইনার শেরওয়ানি এবং অন্যদিকে অভিনেত্রী কিয়ারা আডবাণী ধরা দিয়েছেন একটি ডিজাইনার লেহেঙ্গায়। যা দেখার পর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি সত্যি সত্যি বিয়েটা সেরে ফেললেন জনপ্রিয় ‘শেরশাহ’ জুটি? একেবারেই নয়, এখনও পর্যন্ত তাঁদের বিয়ে হয়নি। সোশ্যাল মিডিয়াতে যেই ভিডিয়োটি ভাইরাল হতে দেখা গিয়েছে সেটি একটি নামী সংস্থার বিজ্ঞাপনের একটি ঝলক। যেখানে তাঁরা একসঙ্গে ফ্রেম বন্দি হয়েছেন।


তবে বিয়ে না হলেও সম্ভবত খুব শীঘ্রই চার হাত এক করতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। বলে রাখা ভাল, বক্স অফিসের বহুল আলোচিত সিনেমা ‘শেরশাহ’ তে অভিনয় করার সময় থেকেই পরস্পরের প্রেমে মুহ্যমান হয়ে পড়েন সিড-কিয়ারা। সেই থেকেই শুরু হয় নতুন পথ চলা। সিনেমা ব্লকবাস্টার হিট করার সঙ্গে সঙ্গে ভক্তদের মাঝে চর্চার বিষয় হয়ে উঠতে শুরু করে সিড-কিয়ারা জুটি। তবে এইরকম জল্পনাকেন্দ্রিক ভিডিয়ো শেষমেষ কবে সত্যিকারের বিয়েতে পরিণত হবে, সেই অপেক্ষায় দিন গুনছেন তাঁদের অনুরাগীরা।




Back to top button