Bengali Serial Durga Puja: পর্দায় বেজেছে মায়ের আগমনের বাদ‍্যি, জানেন কি খড়ি-মিঠাই-গুড্ডিদের সিঁদুর খেলার তারিখ?

প্রত্যুষা সরকার, কলকাতা: বাঙালি গৃহস্ত বাড়ির মহিলাদের কাছে বিনোদনের আসল উপায় হলও সিরিয়াল। আর‍ যদি সেটা হয় বাংলা সিরিয়াল তাহলে তো কোনও কথায় নেই। একটি সিরিয়াল শেষ হতেই শুরু হয় নতুন আরও এক ধারাবাহিক। কোনও সিরিয়াল অত্যন্ত জনপ্রিয় আবার কোনটা দেখতে একেবারেই পছন্দ করেন না দর্শকেরা। দর্শকের পছন্দের উপর নির্ভর করেই তৈরি হয় প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকা ( Bengali Serial Durga Puja )। আর এই টিআরপি তালিকার লড়াইয়ে কে থাকবে আগে এই নিয়ে সিরিয়াল গুলি এমনকি চ্যানেল গুলির মধ্যেও চলতে থাকে লড়াই।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে বছরের পর বছর দর্শকের মনে জায়গা করে নেয় এই মেগা সিরিয়াল বা ধারাবাহিক গুলি। দর্শকদের মনে সঙ্গে প্রতিটা পরবের ছোঁয়া পৌঁছে দিতে তাই ক্যালেন্ডার মেনে কখনও হয় দুর্গা পুজো, কখনও আবার বড়দিন পালন। যার প্রস্তুতি শুরু হয়ে যায় আগে থেকেই। বর্তমানে একাধিক ধারাবাহিকে রমরমিয়ে চলছে দুর্গা পুজো ( Bengali Serial Durga Puja )। পালা করে ষষ্ঠী থেকে দশমী পুজোর আয়োজন, সেলিব্রেশন সবই দেখানো হচ্ছে। তবে বিজয়ার পর কী!

img 20221008 171700

ধারাবাহিক গুলিতে সাধারণত দুর্গা পুজোর পরও দুর্গা পুজোর শুটিং চলে। ফলে ঘড়ি, তারিখ মিলিয়ে পুজোর প্রতিটি দিনের নিয়োগ গুলো পর্বে দেখানো সম্ভবপর হয় না। যার ফলে বেশ কিছুটা পিছিয়ে গিয়ে এই পর্ব সম্প্রচারিত হতে দেখা যায়। বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় তিনটি ধারাবাহিকের ছবিটাও এখন ঠিক তেমনই। দুর্গা পুজোর ( Bengali Serial Durga Puja ) পরও চলছে দুর্গা পুজোর পর্ব। তবে অনেকের মনেই একটি প্রশ্ন উঁকি দিয়ে থাকে, শুটিং শেষে দুর্গা প্রতিমা গুলোর কী হয়!

img 20221008 171833

চ্যানেল সূত্রে খবর, কয়েকদিন আগেই মিঠাই ধারাবাহিকে দশমীর শুটিং হয়ে গিয়েছে। তবে প্রতিমাকে জলে দেয়নি প্রযোজনা সংস্থা। রেখে দেওয়া হয়েছে স্টুডিওতে। পরের বছর আবারও তা রঙ করে, নতুন করে সাজিয়ে ব্যবহার করা হবে অন্য কোনও ধারাবাহিকে। অন্যদিকে পিলু ধারাবাহিকেও দেখা গিয়েছে দুর্গাপুজো ( Bengali Serial Durga Puja )। সেখানের মাতৃপ্রতিমাও রেখেই দেওয়া হচ্ছে। এই বছরই কেনা হয়েছে নতুন প্রতিমা।

চ্যানেল সূত্রে খবর, যতই শুটিং হোক, হাজার হোক ঠাকুর তো, তাই মাকে পুজো দিয়েই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরের বার আবারও যাতে তা কাজে লাগানো যেতে পারে ( Bengali Serial Durga Puja )। তবে গৌরী এলো ধারাবাহিকের ক্ষেত্রে বিষয়টা এখনও স্থির হয়নি। চ্যানেল সূত্রে খবর, গৌরী এলো ধারাবাহিকের গল্পের মোড়ের ওপর নির্ভর করছে মাতৃপ্রতিমাকে নিয়ে ঠিক কী করা হবে। গল্পে দেখা যায় গৌরী আপ্রাণ চেষ্টা করে চলেছে মাতৃপ্রতিমাকে মন্দিরে প্রতিষ্ঠা করার।




Back to top button