Nabab Nandini: বধূ নির্যাতন আর পুরুষ নির্যাতন সমান তালে! ‘নবাব নন্দিনী’কে ‘জঘন্য’ বলে একেবারে ধুয়ে দিলেন দর্শক

বাংলা ধারাবাহিকের ধারায় এসেছিল ব্যাপক বদল। যৌথ পারিবারিক ছবি ও সাংসারিক মিলমিশ হয়ে উঠছিল মূল লক্ষ্য। কিন্তু হঠাৎই আবার পুরানো পথে ফিরে গেল ধারাবাহিকের গতিবিধি। তবে এবার চিত্র টা কিছুটা আলাদা। মাত্র কয়েকমাস আগেই জলসায় এসেছে নতুন ধারাবাহিকে ‘নবাব নন্দিনী’। ধারাবাহিকটির মুখ্য দুটি চরিত্রে অভিনয় করছেন রিজওয়ান রব্বানি শেখ ( Rezwan Rabbani Sheikh ) এবং ইন্দ্রাণী পাল ( Indrani Paul )। তবে একটি চরিত্র ভয়াবহ ভাবে চিত্রিত হয়েছে কমলিকা গুহ ঠাকুর, অর্থাৎ যিনি বাড়ির বড়ো বৌ। কমলিকার চরিত্রে অভিনয় করছেন দাপুটে অভিনেত্রী অনন্যা বিশ্বাস। আর এবার ভয়ানক অভিনয়ের জেরে কার্যত এক ভিন্ন চিত্র উঠে এল ধারাবাহিকে।
নবাবের পরিবারের সর্বময় কর্তৃ কমলিকা। যার নির্দেশ ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। সে তার কর্তৃত্ব বজায় রাখার জন্যই বাড়িতে কাউকে মাথা তুলতে দেয় না। একা উপার্জন করে গোটা বাড়িকে তার পদানত করে রাখে। এহেন বড়ো বৌয়ের সঙ্গে টক্করে নেমেছে নন্দিনী। সে বাড়ির সকলকে কর্মঠ করে তুলতে চায়। তেমনই কমলিকা স্বামী দেবাঞ্জনকেও সে দলে টানে। আর সেখানেই ঘটে বিপদ। এতোদিন ঘরে ঘরে বধূ নির্যাতনের চিত্র তুলে ধরা হত সিরিয়াল। এই প্রথম স্বামীকে মারধোরের চিত্র দেখা গেল বাংলা ধারাবাহিকে। নবাবের দাদাকে কার্যত মেরে, হাত মুচড়ে ধরে নিজের ক্ষমতা জাহির করলেন কমলিকা। মুখে বললেন ‘স্পাইনলেস’, ‘ওয়ার্থলেস’, ইত্যাদি অপমানজনক শব্দ। আর এর বিপক্ষে সামান্য ফোঁস টুকু করলেন না তার স্বামী। পরে পরে মার খেলেন। এই দৃশ্য দেখে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে নেট মাধ্যমে।
জলসার ওপর নেমে আসছে একাধিক অভিযোগ। নবাব এদিকে তার স্ত্রীকে অত্যাচার করে। আর বৌদি নন্দিনী করেন তার স্বামীকে। এহেন ‘নির্যাতনের চিত্র’ সমাজকে ভালো বার্তা দেয় না। অনেক নেট নাগরিক মন্তব্য করেছেন,’কারোও ওপরই অত্যাচার দেখানো ঠিক নয়, সে পুরুষ হোক বা নারী, এতো ভায়োলেন্স কেন?’ আবার কেউ বলেছে, ‘ এই প্রথম দেখলাম, স্বামীও স্ত্রীর হাতে পরে পরে মার খায়! নারী স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা শুরু হয়েছে’। একজনের মন্তব্য, ‘আপনারা কি মারধোর ছাড়া সিরিয়াল বানাতে পারেন না, মেয়েদের এগোতে গিয়ে ছেলেদের পিছিয়ে দেখাতে হবেই তাই না!’ একজন নেট নাগরিকের স্বপক্ষে বলেন যে, ‘ এমন রোজ কত ঘরে হচ্ছে, বাস্তব তুলে ধরছেন সিরিয়ালে’।