Susmita Dey: অভিনয় ছেড়ে লাইভ শো’য়ে ‛বৌমা একঘর’ খ্যাত সুস্মিতা দে, নেটপাড়ায় ভাইরাল ভিডিয়ো

মন্টি শীল, কলকাতা: সম্প্রতি বাংলা টেলিভিশন জগতের একজন অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ হিসেবে দর্শকদের মনে স্থান করে নিয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে ( Susmita Dey )। অভিনেত্রী তাঁর সমগ্র অভিনয় কেরিয়ারে একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। যার উপর ভর করে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি অভিনেত্রী সুস্মিতা দে’কে দেখা গিয়েছিল স্টার জলসার ( Star Jalsha ) জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘বৌমা একঘর’এ ( Bouma Ekghor )। যেখানে তাঁকে দেখা গিয়েছিল মুখ্য চরিত্রে অভিনয় করতে।

তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়তে সক্ষম হলেও, ধারাবাহিকের টিআরপি কম থাকায় অল্প কিছু দিনের মধ্যেই টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিতে হয় স্টার জলসার ( Star Jalsha ) এই ধারাবাহিকে। যা নিয়ে ব্যাপক চর্চার সূত্রপাত হতে দেখা গিয়েছে দর্শকদের মাঝে। সূত্র অনুযায়ী, অভিনেত্রী তাঁর অভিনয় কেরিয়ারের সূচনা করেছিলেন জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘বধু কোন আলো লাগল চোখে’ এর হাত ধরে। এরপর ‘অগ্নিজল’, ‘মন নিয়ে কাছাকাছি’ সহ একাধিক ধারাবাহিকে তাঁকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সুস্মিতা দে’কে ( Susmita Dey )।

10c42

 

View this post on Instagram

 

A post shared by Susmita Dey (@susmitadey.official)


কিন্তু অভিনয় ছাড়াও ইদানিং অভিনেত্রী সুস্মিতা দে নেটমাধ্যমে ব্যাপক ভাবে চর্চিত রয়েছেন। আর এই চর্চার অন্যতম কারণ তাঁর গানের প্রতিভা। খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো ভীষণ ভাবে ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে অভিনেত্রী সুস্মিতা দে একটি লাইভ শোয়ের মঞ্চে উঠে গান করছেন। নেটমাধ্যমে ভিডিয়োটি প্রকাশ পাওয়ার পর তিনি নেটিজেনদের কাছ থেকে বেশ কটাক্ষের শিকার হন। যদিও এই কটূক্তির পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে দেখা যায়নি অভিনেত্রীকে।

 

View this post on Instagram

 

A post shared by Susmita Dey (@susmitadey.official)

 

View this post on Instagram

 

A post shared by Susmita Dey (@susmitadey.official)

কিন্তু এদিন অভিনেত্রী তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আরও একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছে অভিনেত্রী সুস্মিতা দে এক জায়গায় শো করতে গিয়েছেন। কিন্তু এইবার তিনি গান করলেন না। বরং তিনি ব্যাগগ্রাউন্ড মিউজিকের তালে নিজের অঙ্গ ভঙ্গির সাহায্যে দর্শকদের মনোরঞ্জন করলেন। যা ইতিমধ্যেই নেটমাধ্যমে রীতিমত ভাইরাল। এমনকী তাঁর ভক্তদের কাছ আসতে শুরু করেছে বিভিন্ন রকমের মন্তব্য। তবে লাইভ শোয়ে অংশগ্রহণ করলেও, অভিনেত্রী ফের কবে টেলিভিশনের পর্দায় ফিরে আসতে চলেছেন তাঁর অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর অনুরাগী।




Back to top button