‘অভিনেত্রী হতেই চাইনি..’, অমত সত্ত্বেও কেন গ্ল্যামার জগতে পা রাখলেন রেখা?

অনীশ দে, কলকাতা: ৭০- এর শেষার্ধে এবং আশির দশকের প্রথম সারির অভিনেত্রী ছিলেন ভানুরেখা গণেশন (Rekha)। চলচ্চিত্র জগতে পদার্পণের পর এই নাম পাল্টে রেখা (Rekha) হন তিনি। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, রজনীকান্ত, সঞ্জীব কাপুর প্রমুখ অভিনেতার সঙ্গে ফ্রেম ভাগ করেছেন এই দক্ষিণী সুন্দরী। এখন আর তিনি সেভাবে সক্রিয় নন বড় পর্দায়। তবে অভিনেত্রীর মর্যাদা কমেনি একটুও। ভালো অভিনয়ের পাশাপাশি চিরদিনই তাঁর (Rekha) সঙ্গে জড়িয়ে ছিল বিতর্ক, সে প্রেম ঘটিত কারণেই হোক কিংবা অভিনয়ের জন্য। জীবনে নানা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে (Rekha)। তবে হার মানেননি কোনওদিন। জেমিনি গণেশন এবং পুষ্পভল্লির মেয়ে রেখা। দু’জনে বিয়ে না করায় কোনওদিনই বাবার পর্যাপ্ত ভালোবাসা পাননি রেখা।

rekha

রেখা নাকি কোনোদিন অভিনেত্রী হতেই চাননি, এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। এমনকী তাঁকে রীতিমত জোর করা হয় অভিনেত্রী হওয়ার জন্য। কিন্তু কে জোর করেছিল অভিনেত্রীকে? তাঁর নিজেরই মা। ১৯৮৬ সালে এক সাক্ষাৎকার চলাকালীন তিনি জানান, তাঁর কোনওদিনই ইচ্ছে ছিল না অভিনেত্রী হওয়ার। ছেলেবেলাতেই বাবা ছেড়ে চলে গিয়েছিলেন। সংসারের ভার এসে পড়েছিল রেখার মায়ের উপর। মাকে সাহায্যের হাত সেই ছোট্ট বয়সেই বাড়িয়ে দেন রেখা। তিনি বরাবরই গ্ল্যামার দুনিয়ার থেকে দূরে থাকতে চেয়েছিলেন। কিন্তু শেষমেশ বলিউডের অন্যতম অভিনেত্রীতে পরিনত হন তিনি।

rekha 2

ক্যারিয়ারের শুরুতে তাঁর কিছুই যেন ভালো লাগত না। সব কিছুই খারাপ লাগত অভিনেত্রীর কিন্তু সময়ের সঙ্গে নিজেকে সম্পূর্ন পাল্টে ফেলেন অভিনেত্রী। পিতা মাতার জন্যই কি এই জাতাকলে পড়তে হয়েছে রেখাকে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার বাবা যে খুব চাইতেন যে আমি অভিনয় করি, তা নয়। কিন্তু মা সর্বদাই চাইতেন আমি যেন অভিনেত্রী হই। কিন্তু প্রথম দিকে চলচ্চিত্র জগৎ আমার একেবারেই ভালো লাগেনি। আমাকে রীতিমত টেনে নিয়ে যাওয়া হত শ্যুটিংয়ের জন্য। দিনে দুটো শিফটে কাজ করতে হত, যা একেবারেই অসহনীয়’। রেখা আরও জানান, তাঁকে নাকি মেরে মেরে অভিনেত্রী হওয়ার জন্য বাধ্য করা হয়।

rekha 3

অমিতাভ বচ্চনের সঙ্গে প্রেম হোক কিংবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বলপূর্বক চুমু, বিতর্কের অবসান নেই রেখার জীবনে। তবে কখনও সত্য অস্বীকার করেননি রেখা। অমিতাভের সঙ্গে সম্পর্কের কথা পর্যন্ত স্বীকার করেছেন তিনি। এমনকী রাম বলরাম ছবির শ্যুটিংয়ের সময় জয়া বচ্চন রেখাকে চড় পর্যন্ত মারেন। তবুও নিজের ভালোবাসা কোনোদিন লুকোননি তিনি। এখন আর বড় পর্দায় তাঁর রূপের ঝলক না মিললেও রেখা যে এক গোটা প্রজন্মের প্রিয় অভিনেত্রী ছিলেন, তা বলাই বাহুল্য। আজ অভিনেত্রীর ৬৮ তম জন্মদিন।




Back to top button