Rohan-Srijla: ঋষি-পিহুর প্রেমে ব্যাঘাত! রোহনের মুখোমুখি সৃজলা, পুরানো প্রেম কী ‘নাচে’ বাড়ে? চিন্তায় দর্শক

কবির ভাষায়, ‘পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নবপ্রেমজালে’। কিন্তু সত্যি কি পুরানো প্রেম ঢাকা পরে যায়? নাকি স্মৃতির আড়ালে প্রায়শই উঁকি দিয়ে যায় প্রাক্তনের কথা। সকলের ক্ষেত্রেই যদি এই কথা প্রযোজ্য হয়। তবে সেলেব্রিটিরা বাদ থাকে কেন? কত প্রেম ভাঙে, গড়ে সংবাদমাধ্যমের শিরোনামে থাকেন বেশ কিছুদিন তারপর সময়ের প্রলেপে ঢাকা পড়ে যায় সেসব। হঠাৎই আবার সেই পুরানো প্রেমের জল্পনা ফিরে এল রোহন-সৃজলাকে ঘিরে।

বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে ‘মন ফাগুন’। এখনও ঋষি-পিহুকে ভুলতে পারেনি দর্শক। সৃজলা গুহা আর শন বন্দোপাধ্যায়কে নিয়ে স্বপ্নের জাল বুনছিলেন অনুরাগীরা। তাদের জনপ্রিয়তা এতটাই বেশি হয়েছে যে স্টার জলসার প্রতিটি অনুষ্ঠানে একত্রে যোগ দিয়েছেন দুজন। বিজ্ঞাপন থেকে পুজোর মরসুমে একসঙ্গে ফিতে কাটা একসঙ্গে সেরেছেন দু’জন। তাদের প্রেম নিয়ে চলছিল জোর চর্চা । কিন্তু হঠাৎই জল্পনার নতুন মোড় উসকে দিল জলসা।

সৃজলা মুখোমুখি হলেন প্রাক্তনের। উস্কে উঠল স্মৃতি। সবটাই হল স্টার জলসার দৌলতে। রোহন সৃজলা এক সময়ের অন্যতম টলিউড জুটি। রোহনের জনপ্রিয়তা তখন তুঙ্গে। সেসময় নিজের বান্ধবীকে নিয়ে বারবার কথা বলেছিলেন রোহন। সুন্দরী বান্ধবী সৃজলা অভিনয়ে আসার পরই প্রেমের মাঝে ঘটে বিচ্ছেদের ফাটল। সেসময় সৃজলাকে অনেকেই আক্রান্ত করেছিলেন নানা কথা বলে। কিন্তু বান্ধবীকে কু মন্তব্য করতে বারণ করেছিলেন রোহন। স্বেচ্ছায় বনিবনার অভাবে সরে গিয়েছিলেন তারা দর্শককে সবটা জানতে না দিলেও জানিয়ে দিয়েছিলেন, আর প্রেমের সম্পর্কে থাকছেন না তারা। কিন্তু হঠাৎই ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে আবারও প্রাক্তনের মুখোমুখি সৃজলা। রোহন এখন ছদ্মনামে ‘ভাসান বাপি’ অর্থাৎ কমেডি সঞ্চালক রূপে ডান্স ডান্স জুনিয়রের মঞ্চেই রয়েছেন। সেখানেই অতিথি বিচারক হিসেবে গেলেন সৃজলা। দুজনে মুখোমুখিও হলেন। মুখে অনিবিল হাসি। খানিক মজা করেই রোহন বললেন, ‘আমি ভাসান বাপি, ভাসান ডান্সে এম বি বি এস।’ হাত ধরলেন পরস্পরের। আর সেখানেই উঠছে প্রশ্ন। এই সৌজন্য সাক্ষাৎ কি মিটিয়ে দেবে পুরানো দূরত্ব।


ডান্সের মঞ্চে একদৃষ্টে চেয়ে থাকবে পিহু ভক্তরা। পুরানো যোগাযোগ কি আবার বাড়ল? এর উত্তর পাওয়া যাবে সম্পূর্ণ পর্বে। তবে রোহন সৃজলার ভক্তরা দুজনকে একসঙ্গে পেয়ে বেশ খুশি কিন্তু চিন্তায় পরছেন ঋষি-পিহু দর্শক। তাদের মনে শন-সৃজলাকে নিয়ে অন্য স্বপ্ন। সেই স্বপ্নেই আবার ব্যাঘাত ঘটাবে না তো সৃজলার রোহনের প্রতি পুরানো প্রেম।




Back to top button