নায়িকারা কি বন্ধু হতে পারেন না?

দুই নায়িকার মধ্যে চিরকালীন দ্বন্দ্ব

দুই নায়িকার মধ্যে বন্ধুত্ব হয়েছে এমনটা সংবাদে খুবই কম আসে । যদি তারা হন প্রথম সারির অভিনেত্রী । চিরকালীই তাদের মধ্যে রেষারেষি এবং তা থেকে মুখ দেখাদেখি বন্ধ এমনটাই শোনা গেছে বার বার । এবারও তার ব্যাতিক্রম হল না। আলোচনার কেন্দ্রে রয়েছেন টলিউডের দুই অভিনেত্রী সোহিনী সরকার  এবং তৃণা সাহা। দুজনেই অভিনয় জগতে সুপরিচিত দুটি নাম। কিন্তু এবার তাদের মধ্যে ঝগড়া  এল সংবাদের শিরোনামে ।
তৃণা সাহার বিরুদ্ধে অভিযোগ তিনি সোহিনী স্যানালের সঙ্গে ঝগড়া করে সেট থেকে বেরিয়ে গেছেন। ক্যামেলিয়া প্রোডাকশনের একটি ” মাতঙ্গিনী ” ওয়েব সিরিজে অভিনয় করছিলেন দুই অভিনেত্রী। সেখানেই সূত্রপাত হয় ঝামেলার। সূত্র অনুসারে জানা যায় অভিনেত্রী সোহিনী সরকার দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত হেয়ার ড্রেসার, মেকআপ ম্যান ও ভ্যান পেয়ে থাকেন। অভিনেত্রী তৃণা সাহাও সোহিনীর মত ব্যবস্থা দাবী করেন। কিন্তু তার এই দাবীর আচরণ চিৎকার চেঁচামেচিতে পরিণত হয়। তার এহেন আচরণ নিয়ে কথা শোনা যাচ্ছে ইন্ড্রাষ্টির আনাচে কানাচে।

এই পর্যন্ত গল্প চলছিল একরকম। কিন্তু এরপরেই সোহিনী  আষ্টির্ষ্ট গ্রুপে একটি পোষ্ট করেন এবং সেখানে নাম না করে তিনি বলেন সব কিছু সময় মত পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। ব্যস এতেই বেজায় চটেছেন তৃণা। তার মতে সোহিনী তাকে অপমান করেছেন এবং যতক্ষণ না সোহিনী তার কাছে ক্ষমা চাইবেন ততক্ষণ তিনি কাজ করবেন না।  এরই পরিপ্রেক্ষিতে তৃণা  ” মাতঙ্গীনি” র সেট ছেড়ে বেরিয়ে যান। দুই নায়িকার দ্বন্দ্বের কারণে আপাতত বন্ধ আছে শূটিং প্রযোজক রুদ্রনীল ঘোষকে এই বিষয় নিয়ে প্রশ্ন করতে বলা হলে তিনি জানান “আমার দুই অভিনেত্রী বন্ধুর মধ্যে বিরোধ। এতে আমার কিছুই বলার নেই। এখন দেখা দরকার বিষয়টি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়।  বেশীরভাগ টেকনিশিয়ান বা আষ্টির্ষ্টরা যা চাইবেন তাই হবে। তবে কেউ যদি কোন ভুল করে থাকেন তবে তা মেনে নেওয়া উচিত। ”
যেহেতু ওয়েব সিরিজটির কাজ প্রায় শেষের দিকে এবং অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে আশি শতাশং কাজ হয়ে গেছে তাই চাপের মুখে রয়েছেন অন্য কলাকুশলীরা। এই অবস্থায় অভিনেত্রী বদল হলে তা বড়সড় ক্ষতি সকলের জন্যই। এখন অপেক্ষা কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হয়।




Leave a Reply

Back to top button