চোখের সামনেই দেখা দিচ্ছে ‘অশুভ’ ইঙ্গিত! কোন কোন সতর্কবার্তার বুঝবেন, জেনে নিন

বাস্তমতে এই ঘটনাগুলি কোনো অশুভ ইঙ্গিত, কী কী?

আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যা আমরা আলাদাভাবে খেয়াল করিনা। আবার অনেক ঘটনা বিশেষভাবে নজরে পড়ে কারণ এগুলিকে ‘অশুভ’ লক্ষণ বলে চিহ্নিত করা হয়েছে। বাস্তুমতে, আপনার আশেপাশে যদি এই ঘটনাগুলি ঘটতে দ্যাখেন তবে তা আসন্ন কোনোও ঘটনার ইঙ্গিত। যা প্রকৃতি আগের থেকেই আপনাকে সতর্কবার্তায় বোঝাচ্ছে! আসুন জেনে নিই তেমনই কিছু ঘটনার কথা।

১) দুধ উথলে যাওয়া: আপনি যদি লক্ষ্য করেন যে আপনার বাড়ির দুধ বা চা ফুটে উথলে যাচ্ছ তবে তার কারণ হল ঘরের সুখ শান্তি হ্রাস পাচ্ছে।আবার আর্থিক সঙ্কটের সম্ভাবনাও তেরি হয়।

২) আয়না বা কাঁচ ভেঙে যাওয়া: বাড়িতে আয়না বা কাঁচ ভেঙে যাওয়াকে অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়। এর ফলে হতে পারে আসন্ন সংকট এড়ানো কঠিন হয়ে পড়বে।

Ominous Sign

৩) পুজোর থালা উল্টে যাওয়া: সিনেমা বা ধারাবাহিকে আমরা দেখি, হাত থেকে পুজো সামগ্রী
উল্টে যাওয়াকে অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়।
শুধু ধারাবাহিকে নয় বাস্তবেও তাই। মনে করা হয়, এই ঘটনা ঘটার অর্থ হল আগামীদিনে পরিবারকে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হবে।

৪) হাড়ের টুকরো পড়ে থাকা: যদি হঠাৎ করেই আপনার বাড়ির ছাদ বা উঠোনে হাড়ের টুকরো পড়ে থাকতে দ্যাখেন তবে তা মোটেই শুভ নয়। বরং এর দ্বারা কোনোও অশুভ খবর শোনার ভয় থাকে। তাই এরম দেখলে অবশ্যই সতর্ক থাকবেন।

Ominous Sign

প্রসঙ্গত উল্লেখ্য, বাস্তুমতে ও জ্যোতিষশাস্ত্রে এই ঘটনাগুলিকে অশুভ বলে মনে করা হয়। ধারণা করা হয়, যে এই ঘটনাগুলি ভবিষ্যতের কোনো ঘটনার আগাম সতর্কবার্তা বয়ে আনে। তবে একথা জেনে রাখা ভালো যে, এই ব্যাখ্যার কোনোও বৈজ্ঞানিক ভিত্তি নেই।




Leave a Reply

Back to top button