কেমন করে সাজবেন এই লক্ষী পুজোতে! জেনে নিন একবার

কিভাবে নিজেকে সাজবেন এই লক্ষী পুজোর দিন। জেনে নিন

শিলিগুড়ি : বছরের শুরু হয় গরমের আবহাওয়ার নিয়ে । তবে ঠিক একটা গোটা বছরে আসে আশ্বিন মাস অর্থাৎ ইংরেজি মাস অনুযায়ী অক্টোবর মাস তখন থেকে নিয়ে চলে একের পর এক পুজোর তোড়জোড়। সদ্য শেষ হয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আর তার পরই এখন জোরকদমে জোগাড় চলছে লক্ষী পুজোর।

আজ বাদে কালই লক্ষী পুজো সকলের ঘরে ঘরে। তাই , সেই নিয়ে ব্যাস্ততায় মধ্যে রয়েছে বাড়ির লক্ষীরাও। যেকোনো পুজোতে তো আগে মহিলা বাহিনীকেই লাগে সমস্ত রকম জোগাড় করতে। তাই বাড়ির সব লক্ষীরা এখন লক্ষী পুজোর জোগাড় কেনাকাটায় ব্যাস্ত।

কিন্তু যদি এই দুর্গাপুজোর মতো লক্ষী পুজোতে একটু সাজতে হয়, নিনেজে অন্যদের দেবে একটু আলাদা করে তুলে ধরতে হয়। জানেন কি এই দিনে কেমন ভাবে নিজেকে একটু সাজিয়ে তুলবেন । শিলিগুড়ি,লক্ষী পুজো সাজ ২০২৩,লাইফস্টাইল,শুভব্রত রায়

লক্ষ্মীপুজো মানেই চোখের সামনে ভেসে ওঠে লালপেড়ে সাদা শাড়ি, কিংবা লাল, হলুদ-ঘিয়ে রঙা শাড়িতে সেজে আলপনা দিতে ব্যস্ত বাড়ির মেয়ে-বউমারা। তবে এই ঘরোয়া লুকের মধ্যেও নিজেকে আরও বেশি নজরকাড়া করে তুলতে পারবেন তেমনটাই জানাতে শিলিগুড়ির এক ফ্যাশন বিশেষজ্ঞ দিলেন কিছু টিপস। জানেন নিন তিনি ঠিক কি বললেন।

শিলিগুড়ির ফ্যাশন এক্সপার্ট শুভব্রত রায় বলেন, ‘‘একটু অন্যরকম সাজতে চাইলে ব্লাউজের কাটে আনুন তারতম্য। ছিমছাম একরঙা শাড়ির সঙ্গে ঝলমলে জমকালো ডিজাইনার ব্লাউজ দিব্যি মানাবে।এছাড়াও অফ শোল্ডার ব্লাউজ দিয়ে শাড়ি পরতে পারেন সকলে। ভালই মানাবে। কেশসজ্জাতেও থাক লক্ষ্মীমন্ত ভাব। কেয়ারলেস এলো খোঁপা, তাতে ফুল বা সুন্দর ডিজাইনের একটা কাঁটা গোঁজা।’’

এছড়াও তিনি জানিয়েছেন,‘‘মায়ের হোক কিংবা নিজের বেনারসি–লাল-রানি-গোলাপি, কমলা রঙের হলে খুব সহজেই পরতে পারবেন যে কেউ। সঙ্গে হাতে-কানে, গলায় পড়ুন মানানসই ভারী গয়না। তা সে সোনারও হতে পারে অথবা ইমিটেশনের গয়নাও। শাড়িতে রুপোলি ছোঁয়া থাকলে ভারী রুপো কিংবা অক্সিডাইজের গয়নাও পরতে পারেন। মেক-আপ করুন হালকা, তবে ঠোঁটে ব্যবহার করুন গাঢ় লিপস্টিক। কপালে সিঁদুরের টিপও পরতে পারেন। তবে যাই পরুন, সাজটা হতে হবে শান্ত-স্নিগ্ধ।’’




Leave a Reply

Back to top button