গীতার এই পাঁচটি উপদেশ জীবন বদলে দেবে আপনার! দুঃখ, কষ্ট ভুলে আসবে সাফল্য

গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের এই বাণীগুলি মেনে চলুন। জীবনে উন্নতির পথ খুঁজে পাবেন

হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা। মানুষের বিশ্বাস, এই গীতা হল জীবনের শ্রেষ্ঠ দর্শন। জীবনের চলার পথে যদি গীতার উপদেশ মেনে চলেন তবে দুঃখ, কষ্ট ভুলে সুখে জীবনযাপন করতে পারবেন আপনি। গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের উক্তিগুলি আপনাকে সঠিক পথ দেখাবে, ভালো-মন্দের পার্থক্য চেনাবে। সর্বোপরি একটি সুন্দর জীবনের অধিকারী হবেন আপনি। আসুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিই গীতায় থাকা শ্রীকৃষ্ণের কিছু বিখ্যাত উক্তি।

Gita Bani

১) গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কোনো কাজে সাফল্য পেতে হলে মনের মধ্যেকার ভয় দূর করতে হবে। অর্থাৎ কোনো কাজ শুরুর আগেই যদি আপনি ভয় পেতে থাকেন তবে সে কাজে সফল হতে পারবেন না আপনি। তাই ভয় দূর করে মন দিয়ে কাজ করুন। দেখবেন ঠিক সফলতা আসবে।

২) শ্রীকৃষ্ণ বলেছেন ফলের আশা না করে কর্ম করে যাও। একাধিক কথায় বিচলিত না হয়ে ও অতিরিক্ত না ভেবে নিজের কাজে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন শ্রীকৃষ্ণ। সময় এলে অবশ্যই আসবে সাফল্য।

৩) গীতায় শ্রীকৃষ্ণ মনের মধ্যেকার সংশয় দূর করার কথা বলেছেন। যে ব্যক্তির মনে সংশয় থাকে
সে জীবনে এগোতে পারেন না। মনের মধ্যে থাকা দ্বন্দ্বের কারণে সুখ-শান্তি আসে না। তাই নির্ভীকভাবে এগিয়ে চলুন। মনের মধ্যে কখনো সংশয়কে দানা বাঁধতে দেবেন না।

Gita Bani

৪) শ্রীকৃষ্ণের তাঁর অমর উক্তিতে বলেছেন, মন শান্ত রাখুন। অত্যাধিক উত্তেজিত বা দ্বিধাগ্রস্ত মন মানুষকে ভুল পথে ঠেলে দেয়। অতিরিক্ত রাগ মানুষের মহা সর্বনাশ করতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন মনকে শান্ত রাখার। কোনোও সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় ভাবুন। তারপর সেই সিদ্ধান্ত নিন।

৫) গীতায় বর্ণিত রয়েছে, আসক্তি মহা ক্ষতিকারক। মানুষের মনে ইচ্ছে থাকতেই পারে। তবে অতিরিক্ত আসক্তি ব্যর্থতার কারণ হয়। আসক্তি না মিটলে
মনে হতাশা জন্ম নেয় যা অত্যন্ত ক্ষতিকর। তাই জীবনে সফলতা পেতে হলে নিজেকে আসক্তি থেকে দূরে রাখুন। গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের বাণী যদি আপনি মেনে চলেন তবে দুঃখ, কষ্ট পেরিয়ে জীবনে সফলতা পাবেন আপনি।




Leave a Reply

Back to top button