আজকের দিনে খবরদার করবেন না এই কাজগুলি! তিনি রুষ্ঠ হলে মহাবিপদ

মঙ্গলবার বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত হনুমানজীর ভক্তদের। কী কী? আসুন জেনে নিই

ভারতবর্ষে মঙ্গলবার করে হনুমানজীর পুজো করা হয়। এই দিন বজরংবলীকে ভক্তি ভরে নিবেদন করা হয় ফুল ও তাঁর প্রিয় ভোগ। এইদিন হনুমানজী খুশি হলে ভক্তদের প্রাণ ভরে আশীর্বাদ করেন। তবে যদি তিনি রুষ্ঠ হন, তবে নেমে আসতে পারে ঘোর বিপদ! তাই একনজরে জেনে নিন মঙ্গলবার কী করবেন আর কী করবেন না।

১) হনুমানজীকে সন্তুষ্ট করতে হলে একজন ভক্তকে
ভগবান রামের সেবায় নিবেদন করতে হবে। শ্রী রাম
কে উপেক্ষা করলে প্রচন্ড রুষ্ঠ হবেন হনুমানজী। শত ক্ষমা চাইলেও ক্ষমা করবেন না তিনি।

Spiritual,Hanumanji,Hintu Rituals,Hinduism,Tuesday

২) জোতিষশাস্ত্র বলে, পুজোর দিন মহিলা
ভক্তেরা অবশ্যই হনুমানজির পুজো করতে পারেন। তবে তাঁকে স্পর্শ না করে। পুরাণে আছে হনুমানজী ব্রহ্মচারী। তাই তাঁকে স্পর্শ করা উচিত নয় মহিলা দের।

৩) মঙ্গলবার দিন কোনোও বানর বা হনুমানকে খবরদার বিরক্ত করবেন না। এতে প্রচন্ড রুষ্ঠ হবেন হনুমানজি।

৪) হনুমানজীর পুজোর দিন যদি আপনি উপবাস করেন তবে লবণ খাবেন না। এই দিনটিতে মিষ্টি খাবার দিয়ে পালন করতে হবে।

Spiritual,Hanumanji,Hintu Rituals,Hinduism,Tuesday

৫) হনুমানজীর পুজোয় পঞ্চামৃত বা চরণামৃত ব্যবহার করা উচিত নয়। কারণ হনুমানজীর পুজোয় এগুলির কোনোও বিধান নেই।

৬) শাস্ত্রে আছে, হনুমানজীর পুজোর সময় বজরঙ্গ বান পাঠ করা উচিত নয় মহিলাদের। এতে কঠোর ভাবে নিষেধাজ্ঞা রয়েছে।

৭) ) হনুমানজীর ভক্তরা মঙ্গলবার দিন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস ডিম ইত্যাদি গ্রহণ করবেন না। এতে রুষ্ঠ হবেন হনুমানজি।




Leave a Reply

Back to top button