পুজো আসছে! কোন চার উপাদান ছাড়া পুজো সম্ভবই হবে না জানেন?
এই চার উপাদানকে দূর্গাপুজোয় আবশ্যক মনে করা হয়। কী কী? জেনে নিন

পূর্বাশা, হুগলি: ‘পুজো আসছে!’ এই এক কথায় খুশি হয়ে ওঠে বাঙালি। এক বছরের দশমীর পরই শুরু হয় পরের বছরের কাউন্টডাউন। একে একে মাস আসে আর পুজোর প্রতীক্ষায় দিন গোনে বাঙালি। ঢাকের আওয়াজ, কাশফুল আর পেঁজা তুলোয় ঢাকা আকাশ জানেন দেয় ‘পুজো এল’। চারদিন ঘরে থাকেন উমা। প্রতিদিন নির্দিষ্ট নিয়ম ও আয়োজনে মায়ের পুজো করা হয়। মায়ের পুজোয় যেমন নিয়ম রয়েছে, তেমনই রয়েছে চার আবশ্যক জিনিস যা ছাড়া অসম্পূর্ণ হয় দূর্গাপুজো। কী সেই জিনিস? আসুন জেনে নিই।
মা দুর্গার পুজোর জন্য চার আবশ্যক উপাদান হল গঙ্গা মাটি,গো-মূত্র, গো-চনা এবং গণিকালয়ের পুণ্য মাটি। কুমোরপাড়ায় মৃৎশিল্পিরা যখন মায়ের মূর্তি গড়েন, তখন গণিকালয়ের পুণ্য মৃত্তিকা দিয়েই
শুরু হয় প্রক্রিয়া। এই উপকরণ দিয়ে আর মৃৎশিল্পিদের হাতের যত্নে ধীরে ধীরে গড়ে ওঠে দেবী প্রতিমা।
হিন্দু ধর্মে গো-মূত্র ও গো-চনাকে শুভ উপাদান বলে গণ্য করা হয়। মনে করা হয়, এই দুই উপাদান মানব মনকে পবিত্র করে। যে কোনো পূজা অর্চনা কিংবা
শুভ কাজে এই দুই উপাদান ব্যবহার করা হয়। আর দূর্গাপুজোতেও এই উপাদান আবশ্যক রূপে গণ্য হয়।গঙ্গামাটিকেও অত্যন্ত পবিত্র বলে মনে করেন হিন্দুরা। আর তাই দূর্গা দেবীর পুজোয় এই উপাদান ব্যবহৃত হয়। শুদ্ধ মনে মন্ত্রচ্চারণ করে আবাহন করা হয় মা দুর্গাকে।