চিত্রনাট্যের ক্ষেত্রে বেশ খুঁতখুঁতে তিনি! কোন ধরণের সিনেমা পছন্দ তাঁর? জানালেন অভিনেতা রঞ্জিত মল্লিক
চিত্রনাট্য পছন্দ না হলে সরাসরি নাকচ করেন সিনেমা। একাধিক কথা ফাঁস করলেন রঞ্জিত মল্লিক

রুপোলি পর্দার চিরপরিচিত মুখ রঞ্জিত মল্লিক। টলিপাড়ার যে সকল বর্ষীয়ান অভিনেতারা এখনও দাপিয়ে অভিনয় করছেন তাঁদের মধ্যে একজন তিনি। কখনও হাসি তো কখনও মনভার করা দৃশ্যে তাঁর অভিনয় দক্ষতা ছুঁয়ে যায় দর্শকদের মন। বয়স বাড়লেও সে দক্ষতায় জং ধরেনি একটুও। তবে অভিনয় করার জন্য ঠিক কী ধরণের চলচ্চিত্র পছন্দ তাঁর? ফাঁস করলেন অভিনেতা নিজেই।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে তিনি বলেছেন “বাপ-ব্যাটায় বসে দেখতে পারবে না, এরকম প্রজেক্টে অভিনয় করব না।” অভিনেতা রঞ্জিত মল্লিক বরাবরই মজার মানুষ। তাঁর কথার ধারায় বোঝা যায়, তিনি এমন ছবিতেই কাজ করতে চান যে ছবি পরিবারের সকলে মিলে দেখা যাবে। তিনি আরও বলেন, ছবির চিত্রনাট্য বিশ্বাসযোগ্য না হলে সেই ছবিতে অভিনয় করেন না তিনি। অর্থাৎ চিত্রনাট্য বিবেচনায় বেশ খুঁতখুঁতে রঞ্জিত মল্লিক। তিনি বলেন, চিত্রনাট্য বিচারের ক্ষেত্রে তিনি খেয়াল করেন যে তাতে শালীনতা ও ভাব্যতা বজায় রয়েছে কিনা। অশ্রাব্য সংলাপ কিংবা খোলামেলা সাহসী চরিত্র সরাসরি নাকচ করেন তিনি।
অভিনেতা রঞ্জিত মল্লিক এমন ছবি পছন্দ করেন যেখানে বাবা ও ছেলে একসঙ্গে সে ছবি বসে দেখতে পারেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পাওয়া তাঁর ‘লাভ ম্যারেজ’ ছবিটি বেশ জনপ্রিয়তা পেয়েছে সিনেমহলে। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অন্যদিকে জুটিতে অভিনয় করেছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা রায়। সবমিলিয়ে দর্শকদের মন জয় করে ছবিটি।