বেনারসি-আলতা-টিপে আকর্ষণীয় সাজ দিয়ার! পিঠখোলা তারুণ্যে কাত করলেন অনুরাগীদের…
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ মিঠাই-খ্যাত শ্রীতমা! কনে সেজে বানালেন ভিডিয়ো

পূর্বাশা, হুগলি: মাঝেমধ্যেই নানান থিম ফটোশ্যুটে নজর কাড়েন টলি পাড়ার অভিনেত্রীরা। বড় পর্দার পাশাপাশি টেলি অভিনেত্রীদের ফটোশ্যুটও এখন বেশ নজরকাড়া। নিত্যনতুন ছবিতে তাঁরা চমকে দিচ্ছেন অনুরাগী দের। ঠিক সেভাবেই নতুন ফটোশ্যুটে দর্শকদের কাত করলেন টেলি অভিনেত্রী দিয়া মুখার্জি। ‘মিঠাই’ ধারাবাহিক খ্যাত শ্রীতমা তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী যথেষ্ট অ্যাকটিভ। সম্প্রতি লাল বেনারসি আর আলতা পরা সাজে আকর্ষণীয় হয়ে উঠলেন বঙ্গ তনয়া।
সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশ্যুটে অংশ নেন অভিনেত্রী দিয়া। তাঁর পরণে ছিল লাল বেনারসি। তিনি বেনারসি পরেছিলেন উনবিংশ শতকের বাঙালি কনের ধরণে। যখন ব্লাউজ ছাড়া শাড়ি পরানো হত কনেদের। তবে ফটোশ্যুটের সময় টিউব টপের উপর বেনারসি পরেছিলেন দিয়া। কনের সাজের সঙ্গে মানানসই লাল আলতায় দুই হাত রাঙিয়েছেন অভিনেত্রী। তাঁর ওয়েভি খোলা চুলে স্পর্শ করেছে পিঠ।
কনের সাজে থাকা দিয়ার ঠোঁটে লাল লিপস্টিকে রাঙা। চোখে শিমারি আইশ্যাডো, আর ঠোঁটে গোলাপি হাইলাইটার। তাঁর কপালে ছোট্ট লাল টিপ আর নাকে সোনালি নোলক। গোটা সাজটিকে পরিপূর্ণতা দিয়েছে দিয়ার মুখের হাসি। তবে কনে সাজলেও গায়ে অলংকার পারেননি দিয়া। পুরাতন বধু বেশে তাতেই নজরকাড়া ‘মিঠাই-য়ের শ্রীতমা’। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট হওয়া কনে সাজের ভিডিয়োটিতে উপচে পড়ছে অনুরাগী দের কমেন্টস।