সিনেমার প্রয়োজনে অন্তরঙ্গে দৃশ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অনেকে, তবে আরও গভীরে চলে গিয়েছিলেন এই পাঁচ জুটি
সিনেমার জন্য নায়ক নায়িকাদের অনেক কাজ করতে হয়। দৃশ্যের প্রয়োজনীয়তা থাকলে একে অপরের ঘনিষ্ঠও হতে হয়। তবে অনেকে নিয়ন্ত্রনে থাকেন। অনেকে পারেন না।

শুভঙ্কর, মুম্বাই: বলি কিংবা টলি পাড়ার গলিতে কান পাতলেই শোনা যায় অনেক কানাঘুষো। এইসব গসিপ নিয়ে ভক্তদেরও উন্মাদনা থাকে চরমে। প্রিয় অভিনেতা বা অভিনেত্রী জীবনে ঘটে যাওয়া ঘটনা তারা সবাই জানতে চান। ব্যক্তিগত জীবন থেকে সিনেমা তৈরি করার সময় বিভিন্ন ঘটনার চাহিদা সব সময় থাকে তুঙ্গে। বিশেষ করে অন্তরঙ্গের দৃশ্যে তারা কিভাবে নিজেদের মানিয়ে নেন তা জানতে চায় সকলে। একথা সত্যি যে কিছু সিনেমার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে অনেক অভিনেতা-অভিনেত্রী নিজেদের সংযম হারিয়ে ফেলে।
নার্গিস ফাখরি ও ইমরান হাশমির সঙ্গে এমনই ঘটনা ঘটে আজাহার সিনেমায় শুটিং করতে গিয়ে। এমনিতেই ইমরান হাশমি অন্তরঙ্গের দৃশ্যে অভিনয় করার জন্য বিখ্যাত। তার সিনেমা আসলেই আলোচিত হয় কটি ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। কান পাতলেই শোনা যায় ‘আজহার’ ছবির শুটিং চলাকালীন লিপলক দৃশ্যের সময় নার্গিস ফাখরি এবং ইমরান হাশমি নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন। পরিচালক কাট-কাট বলে চিৎকার করতে থাকলেও তারা চুম্বন করতেই থাকেন। থামেন কয়েক মিনিট পরে। টাইগার শ্রফ-জ্যাকলিন ফার্নান্দেজেরও একই ঘটনা রয়েছে বলে জানা যায়। বলিউড ইন্ডাস্ট্রিতে জ্যাকি শ্রফের পুত্রের একটা পোস্টার বয়ের ইমেজ রয়েছে। তবে ‘ফ্লাইং জাট’ ছবিতে একটি অন্তরঙ্গ দৃশ্যের সময় টাইগার শ্রফ এবং জ্যাকলিনও নিজেদের মধ্যে হারিয়ে যান। টাইগার ও জ্যাকলিন এই চুম্বনের দৃশ্যে সময় এমনভাবে হারিয়ে যান যে পরিচালক কাট বলতে লজ্জা পেয়েছিলেন।
মাধুরী দীক্ষিত ও বিনোদ খান্না ঘনিষ্ঠ দৃশ্যে একে অপরের মধ্যে সংযম না রাখার তালিকায় সবার উপরে থাকবে এই জুটি। নব্বইয়ের দশকের সুপারহিট এই নায়ক নায়িকা একই কান্ড ঘটিয়েছিলেন। ‘দায়ান’ ছবিতে বিনোদ খান্না এবং মাধুরী দীক্ষিতের একটি সাহসী দৃশ্য ছিল। বলিপাড়া সূত্রে খবর বিনোদ সেই সময় মেজাজ হারিয়েছিলেন এবং অভিনেত্রীর ঠোঁট কামড়ে দিয়েছিলেন।
এই তালিকায় পরের স্থানে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং জ্যাকলিন ফার্নান্দেজ। ‘জেন্টাল ম্যান’ ছবির সেই সাহসী দৃশ্য অনেকেই দেখেছেন। ঠোঁটে ঠোঁটের চুম্বনের সময় তারা নিজেদের আটকে রাখতে পারেননি। পরিচালক দৃশ্য তুলে নেওয়ার পরেও তারা তা চালিয়ে গিয়েছিলেন।
রণবীর কাপুর এবং ইভলিনের নাম এই তালিকায় আছে। এমনিতেই কোন না কোন কারনে সব সময় প্রচারের আলোয় থাকে ঋষি কাপুরের পুত্র। ইয়ে জাওয়ানি হে দিওয়ানির রণবীরের সঙ্গে ভলিনের এখনো সকলের চোখে ভাসে। সেই দৃশ্য শুট করতে গিয়ে রণবীর ও ইভলিন পরিচালকের কথায় কান না দিয়ে নিজেদের কাজ চালিয়ে যান।