শুরুর আগেই ট্রোলের মুখে ‘তোমাদের রানী’! প্রোমো দেখেই সরব হয়েছেন দর্শকেরা
'স্মার্ট ওয়াচ' পরে মেডিক্যাল পরীক্ষা? বিতর্কিত স্টার জলসার নতুন ধারাবাহিক

পূর্বাশা, হুগলি: টিভি পর্দায় প্রায়শই আসছে নিত্য নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকগুলি ক্রমশই জনপ্রিয় হচ্ছে দর্শক মহলে। তবে কেবল জনপ্রিয়তাই নয় অধিকাংশ সময় একাধিক দৃশ্যের জন্য ট্রোলের শিকার তারা। কিছুদিন আগেই ‘কার কাছে কই মনের কথা’ ও ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিক বিতর্কিত দৃশ্যের কারণে ট্রোলের মুখে পড়ে। আর এবার স্টার জলসার নতুন সিরিয়াল ‘তোমাদের রানী’ শুরুর আগেই ডাকল বিতর্কের ঝড়।
সম্প্রতি স্টার জলসার নতুন ধারাবাহিক হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘তোমাদের রানী’। ধারাবাহিক-এর প্রোমো প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র রানী বিবাহিত ও এক সদ্যজাতর মা। অথচ তাঁর স্বপ্ন ডাক্তার হওয়া। পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করবে সে। এত অবধি ঠিক থাকলেও প্রোমো থেকেই ভুল নজরে পড়ল দর্শকদের। যেখানে একটি পরীক্ষায় স্মার্ট ওয়াচ পরে পরীক্ষা দিচ্ছে অভিনেত্রী। কিন্তু সমস্যা এখানেই যে ‘মেডিক্যাল অ্যাডমিশন’ বলে উল্লিখিত এই পরীক্ষায় স্মার্ট ওয়াচ এল কিভাবে? দর্শকদের প্রশ্ন, পরীক্ষায় স্মার্ট ওয়াচ ব্যবহার করতে দেওয়া হয়?
এছাড়া পরীক্ষার নিয়মনীতিগুলি নিয়ে বেশ কিছু ভুল দেখানো হয়েছে প্রোমোতে। যা মোটেই চোখ এড়ায়নি দর্শকদের। প্রসঙ্গত, জলসার ‘তোমাদের রানী’ ধারাবাহিকে অভিনয় করবেন নবাগতা অভিনেত্রী অভিকা মালাকার। আর নায়কের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা অর্ক প্রভ। আশা করা যাচ্ছে, ভুল ভ্রান্তি শুধরে নিয়ে দর্শকদের মন জয় করবে ধারাবাহিকটি।