সুশান্তের পর নিজের বাবাকে হারালেন অঙ্কিতা লোখান্ডে
মারা গেলেন অঙ্কিতা লোখাণ্ডের বাবা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮। যদিও মৃত্যুর কারণ সম্পর্কে কিছু পষ্ট জানা যায়নি।

শুভঙ্কর,মুম্বাই: অঙ্কিতা লোখাণ্ডে। হিন্দি ধারাবাহিক সিরিয়ালের জনপ্রিয় মুখ। এই সময়টা ভাল যাচ্ছে না অঙ্কিতার। প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের পর এবার হারালেন নিজের বাবাকে। মারা গিয়েছেন অভিনেত্রীর বাবা শশীকান্ত লোখান্ডে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। গতকাল শনিবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। আজ ১৩ আগস্ট ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অঙ্কিতা বা তাঁর পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
সূত্র মারফত জানা যাচ্ছে, অঙ্কিতার বাবা শশীকান্ত প্রায় দু’ইবছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতার ভুগ ছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালেও। অঙ্কিতা বলিউড ইন্ডাস্ট্রিতে আসলেও তার বাবা ছিলেন একজন ব্যাঙ্কার। এই বছরের ফাদার্স ডের দিন সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতা তাঁর বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, “ পিতৃ দিবসের শুভেচ্ছা জানাই আমার জীবনের প্রথম হিরোকে। তোমাকে অনেক ভালোবাসি। কতটা ভালবাসি তা আমি কথায় বলে বোঝাতে পারব না। ছেলেবেলায় তোমাকে অনেক কিছুর সঙ্গে লড়াই করতে দেখেছি। কিন্তু সেটা কোনও দিন আমাকে বুঝতে দাওনি। তুমি চাওনি তোমার সংগ্রামের প্রভাব আমার ওপর পড়ুক। আমার মনে আছে ইন্ডাস্ট্রির শুরুর দিকে ঘর ভাড়ার দেওয়ার টাকা আমার কাছে থাকত না। তুমিই সেটা জোগাড় করে দিতে। আমার ওপর তোমার বিশ্বাস ছিল। তোমার মেয়ে হিসাবে আমি গর্ববোধ করি”।
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দীর্ঘ ৭ বছরের প্রেম ভেঙে যায় অঙ্কিতার। ২০২১ সালে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে বিয়ে করেন। সুশান্তের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলও তাঁর মৃত্যুতে সরব হয়েছিলেন তিনি। ধারাবাহিক সিরিয়ালে অভিনয় করার পাশাপাশি কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ‘মনিকর্ণিকা’ ছবিতে কাজ করেছেন অঙ্কিতা। এখন প্রাক্তন প্রেমিকের শোক কাটিয়ে উঠতে না উঠতেই বাবাকে হারালেন ছোট পর্দার ‘অর্চনা’।