প্রধানমন্ত্রীর হাতে বাঁধা থাকে রহস্যময় কালো সুতো! কী কাজ হয় এতে? জানলে চমকে যাবেন
প্রধানমন্ত্রীর হাতে বাঁধা কালো সুতোর মহিমা জেনে নিন

পূর্বাশা, হুগলি: ভারতবর্ষের বহু মানুষ নিজেদের হাতে বেঁধে রাখেন কালো সুতো। মনের বিশ্বাস অথবা কোনো সমস্যা সমাধানের কারণে এই সুতো বাঁধার রীতি মানেন অনেকে। ভারতের আমজনতা থেকে হেভিওয়েট নেতা অনেকেই বাঁধেন এই সুতো। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর হাতে কালো সুতো বেঁধে রাখেন। কিন্তু সত্যি এই কালো সুতোর কী কোনও তাৎপর্য রয়েছে? জ্যোতিষশাস্ত্রে এর আসল ব্যাখ্যা কী? আজকের প্রতিবেদনে বিস্তারিত জানানো হল এ বিষয়ে।
জোতিষশাস্ত্রে কালো সুতো বাঁধার বেশ কিছু নিয়ম রয়েছে। যা মানলে বেশ কিছু সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। নিয়মে বলা হয়েছে, সকাল বা সন্ধ্যায় পুজোর পর কালো সুতো বাঁধবেন। এই সুতো পরতে পারেন গলায়, কব্জিতে বা পায়ের আঙুলে। প্রতি সপ্তাহে একবার করে পরিবর্তন করবেন কালো সুতো। তারপর তা ফেলে দেবেন নদীর জলে। আর যদি নদীতে ফেলতে না পারেন তবে মন্দির অথবা পবিত্র স্থানে সুতোটি রেখে আসবেন।
নিয়মে বলা হয়েছে, শনি ও মঙ্গলবার করে কালো সুতো পরতে পারবেন। বিশ্বাস করা হয়, এর দ্বারা আপনি কুদৃষ্টি যেমন এড়াতে পারবেন তেমনই মানসিক বল ও অধ্যাবসায় বাড়বে। তবে এ সবই বিশ্বাস কোনোও বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।