গদর ২’র বাজিমাত, হাউসফুল যাচ্ছে প্রত্যেকটি শো
জনপ্রিয়তা বাড়ছে গদর টু'এর। দু দশক পর পর্দায় ফিরে কামাল দেখাচ্ছে তারা সিং।

শুভঙ্কর, মুম্বাই: তিন দিনে ১০০ কোটি, বক্স অফিসে কামাল দেখাচ্ছে গদর ২। দীর্ঘদিন বাদে কোনও বলিউড ছবির এত জনপ্রিয়তা হয়েছে। প্রায় প্রত্যেকেই ভেবেছিলেন হিন্দি ছবির দিন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু না ‘পিকচার আভি বাকি হে’। ভালো ছবি হলে দর্শকরা হলে আসবে তা ফের প্রমাণিত হল। সানি দেওল, আমিশা পটেলের কামব্যাক সিনেমায় অনেক হলে ফাঁকা থাকছে না দর্শক আসন। পরিস্থিতি সমলাতে নাজে হাল অবস্থা মাল্টিপ্লেক্সগুলির।
কিছুদিন আগে হিন্দি ছবি ‘রকি অউর রানি কি’ প্রেম কাহানি মুক্তি পেয়েছে। তারপরে অক্ষয় কুমার অভিনীত ওএমজি ২ এর সঙ্গে সিনেমা হলে এসেছে গদর ২। অন্যদিকে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ তো রয়েছেই। তবে এইসব মুভিকে একাই গোল দিচ্ছে সানি দেওল অভিনীত ছবি। এই ছবির বেশিরভাগ শো হাউসফুল হয়ে যাচ্ছে। দেশ জুড়ে বিভিন্ন মাল্টিপ্লেক্সে জায়গা দেওয়া যাচ্ছে না। সাধারণত দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহর গুলোতে মধ্যরাতের শো হাউজফুল হয়। কিন্তু সেই ধারা ভেঙে দিচ্ছেন তারা সিং। আহমেদাবাদ, গান্ধীনগর, সুরাটের মতো শহরেও মধ্যরাত থেকে গভীর রাতের শো একপ্রকার বাধ্য হয়েই রাখতে হচ্ছে।
সুরাটের একটি সিনেমা হলে রাত ১:১৫ র শো রাখা হয়েছে। ওই সিনেমা হলের বাকি সবগুলো হাউসফুল গেছে বলে জানা গেছে। সুরাটে আইনক্স মাল্টিপ্লেক্সের মোট ৬টি স্ক্রিনে রাত ১২ টা থেকে সকাল ৮টা পর্যন্ত একটানা গদর ২ দেখানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে রাজস্থান ইন্দোরেও অবস্থা অনেকটা একই রকম। পরিস্থিতি এমন যে রাতের শোয়ের পর সকাল ছয়টা থেকে আবার একটি শো দেখাতে হচ্ছে। আগামীকাল ১৫ই আগস্ট। দেশের স্বাধীনতা দিবস। সবকিছুই থাকবে হালকা মেজাজে। তাতে মাল্টিপ্লেক্সগুলোতে চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই কথা মাথায় রেখেই যথাসম্ভব শো এর সংখ্যা বাড়াতে চলেছে সিনেমা হলগুলো।