কোটিপতির স্ত্রী তিনি বলা হয় টাকার জন্যই বিয়ে করেছেন বয়সের অনেক বড় শিল্পপতিকে, জুহি চাওলার স্বামীকে দেখেছেন?
বিয়ের প্রস্তাব মেনে নেয়নি চাওলা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতে প্রলেপ পরে। বিয়ের সিদ্ধান্ত রাজি হন জুহি।

শুভঙ্কর, মুম্বাই: ৮০-৯০ দশকের সময় যে-কোনও যুবকের মন কেড়ে নিতেন নিজের সৌন্দর্য দিয়ে। একের পর এক হিট ছবি দিয়ে গেছেন বলিউডে। তাঁর গলার আওয়াজও তাকে এক আলাদা পরিচয় দিয়েছে। তিনি জুহি চাওলা। একাধিক বলি নায়কের সঙ্গে তাঁর অনেক হিট ছবি থাকলে বিয়ে করেছেন এক শিল্পপতিকে। শিল্পপতি জয় মেহেতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তবে এই জয়, জুহির থেকে বয়সে অনেকটাই বড়। ১৯৬১ সালের ১৮ জানুয়ারি জয়ের জন্ম।
জয় মেহতার দাদু ছিলেন বিখ্যাত ধনকুবের কালিদাস মেহতা। বাবা হলেন মহেন্দ্র মেহতা এবং মা সুনয়না মেহতা। তাঁদের ব্যাবসা আফ্রিকা, থেকে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, পর্যন্ত বিস্তার লাভ করেছে। জয় নিজের পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বো ইউনিভার্সিটি থেকে। তারপর তিনি এমবিএ করেন সুইজারল্যান্ডে গিয়ে। পড়াশুনার পাঠ চুকিয়ে ভারতে ফিরে এসে ব্যবসায় হাত পাকান তিনি। এইতো গেল জয়ের বৃত্তান্ত। জুহির সাথে তাঁর আলাপ এবং বিয়ে হল কি করে? জানা যাক সে ঘটনা।
জয় নিজের ব্যবসায়ী জীবন শুরু করার পরে প্রথম বিয়ে করেন শিল্পপতি যশ বিড়লার বোন সুজাতা বিড়লাকে। কিন্তু একটি বিমান দুর্ঘটনায় মারা যান সুজাতা। তখন বলিউডের নিজের ক্যারিয়ারের একদম শীর্ষ গগনে রয়েছেন জুহি। তিনি জয়ের পাশে বন্ধু হিসেবে দাঁড়ান। ধীরে ধীরে সম্পর্ক আরও গভীর হয়। কিন্তু বিয়েটা এতটা সহজে হয়নি। কালচক্রে গাড়ি দুর্ঘটনায় মারা যান জুহি চাওলার মা। তখন জুহি একদম একা হয়ে পড়েন। জয় এগিয়ে আসেন তাঁর হাত ধরতে। কিন্তু বিয়ের প্রস্তাব মেনে নেয়নি চাওলা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতে প্রলেপ পরে। বিয়ের সিদ্ধান্ত রাজি হন জুহি। তবে একদম জাঁকজমক ছাড়া ১৯৯৫ সালের ডিসেম্বর মাসে তাঁদের বিয়ে হয়। ২০০১ সালে জুহির কন্যাসন্তান জাহ্নবীর জন্মের সময় জুহি এবং জয়ের বিয়ের কথা প্রকাশ্যে আসে। পরে একটি পুত্র সন্তান হয় জুহির। বর্তমানে বলি ইন্ডাস্ট্রির থেকে দূরে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছেন জুহি ও জয়।